

খাদেমুল ইসলাম- সন্দ্বীপ পৌরসভার ৩ নং ওয়ার্ড ও ১ নং ওয়ার্ডের খালের উপর নির্মিত হচ্ছে আধুনিক উন্নত ব্রীজ।
১৭ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায় ব্রীজটির গার্ডার ডালাই এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা।
ভিত্তি প্রস্তর স্থাপন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়,অনুষ্ঠানে সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ মাহফুজুর রহমান মিতা, বিশেষ অতিথী হিসেব উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহি কর্মকর্তা সম্রাট খীসা, সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন বেধন, সন্দ্বীপ উপজেলার এলজিইডি প্রকৌশলী রেজাউন নবি।
এছাড়া অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর গন স্থানীয় এলাকাবাসী সহ আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্রীজটির প্রাক্কলিত মূল্য ৫ কোটি ৩৪ লাখ ৬৫ হাজার একশত আটষট্টি টাকা এবং কাজের চুক্তিমূল্য ৪ কোটি ৬০ লাখ ৫১ হাজার আটশত সতের টাকা। ব্রীজটির কাজ শুরু হয় ২০২২ সালে। ব্রীজটির কাজের অগ্রগতি জানতে ঠিকাদার আলাউদ্দিন বাবলুর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আজ প্রথম গার্ডার ডালাই শুরু হয়েছে এভাবে সর্বমোট তিনটি গার্ডার ডালাই হবে। যেভাবে দ্রুত কাজ হচ্ছে আগামী ছয় মাসের মধ্যে শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ব্রীজটি স্হানীয় সরকার পল্লি উন্নয়ন মন্ত্রনালয়(এলজিইডির) অর্থায়নে নির্মিত হচ্ছে।
উক্ত ব্রীজটি পৌরসভার সম্ভাবনার ব্রীজ পুরাতন সন্দ্বীপ টাউনের ব্রাহ্মন ব্রীজের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে সাংসদ মাহফুজুর রহমান মিতা বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে বলেন। ব্রীজের উন্নয়ন কর্মকান্ডের জন্য সন্দ্বীপ পৌরমেয়র মোক্তাদের মাওলা সেলিম সাংসদ মাহফুজুর রহমান মিতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।