সিরাজুল ইসলামঃ
৫৫ জন নবীন আলেমকে গণসংবর্ধনা প্রদান করেছে বিজয়নগরের একটি অরাজনৈতিক দ্বীনি সংগঠন, যুব উলামা পরিষদ। দেশ ও জাতির মুক্তির লক্ষ্যে নবীন আলেমদের ভবিষ্যৎ নেতৃত্বে সম্পৃক্ত করার উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ৬ জানুয়ারি (সোমবার) বিকাল ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার শিল্পকলা একাডেমি মিলনায়তনে।
বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নের নবীন আলেম, যারা এ বছর বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য কওমি মাদ্রাসা থেকে কৃতিত্বের সঙ্গে দাওরায়ে হাদিস (মাস্টার্স) উত্তীর্ণ হয়েছেন, তাদের সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আলেমে দ্বীন, হাজারো উলামায়ে কেরামের উস্তাদ, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার সম্মানিত প্রিন্সিপাল ও হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি মাওলানা মুফতি মুবারকুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইয়াকুব আলী কাসেমী, যুব ফোরামের আমির হাফেজ মাওলানা জুনাইদ কাসেমী, মুফতি আমিনুল ইসলাম হাসেমী এবং মাওলানা সাংবাদিক সিরাজুল ইসলাম। সভাপতিত্ব করেন মাওলানা মুফতি রহমতুল্লাহ কাসেমী এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা মুফতি রইছ উদ্দিন আমিনী।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি মুবারকুল্লাহ বলেন, “আল্লাহ যাকে পছন্দ করেন, তাকেই হেকমত দান করেন। হেকমত মানে কুরআন-হাদিসের জ্ঞান। আর এই জ্ঞান যারা অর্জন করেছে, তারা মহান এক সম্পদ লাভ করেছে।”
উপস্থিত অতিথিবৃন্দের মধ্যে ছিলেন:
মাওলানা নুরে মুস্তফা, মাওলানা আব্দুল মুমিন ফুয়াদ, মাওলানা মাহমুদ হাসান, মাওলানা কাজী জিয়াউর রহমান, মুফতি বোরহান উদ্দিন সিরাজী, মাওলানা কাজী সাইফুল ইসলাম, মুফতি সলিমুল্লাহ সাঈদী, মুফতি ফরিদ মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানে বিজয়নগরের ১০টি ইউনিয়নের ৫৫ জন আলেমের নাম প্রকাশ করা হয়।
সংবর্ধিত আলেমদের নামের তালিকা:
১ নং বুধন্তী ইউনিয়ন
১) মাওঃ আতহার আলী খান
২) হাফেজ মাওঃ সাইফুল ইসলাম
৩) মাওঃ মুখতার হোসাইন
৪) মাওঃ কামরুল ইসলাম
৬) মাওঃ উবাইদুল্লাহ
২ নং চান্দুরা ইউনিয়ন
৭) হাফেজ মাওঃ ফাহিম সিদ্দিকী
৮) মাওঃ হুসাইন মাহমুদ
৯) মাওঃমুস্তাকিম বিল্লাহ
১০)মাওঃ সাঈম সিদ্দিকী
১১) লোকমান হোসাইন
১২) মাহমুদ হাসান
৩ নং ইছাপুরা ইউনিয়ন
১৩) মাওঃ মাসুকুর রহমান
১৪) মাওঃ সাব্বির আহমদ
১৫) মাওঃ ওবায়দুল্লাহ
৪ নং চম্পকনগর ইউনিয়ন
১৬) মাওঃ জুনায়েদ আন নাসিফ
১৭) মাওঃ আমান উল্লাহ
১৮) মাওঃ জাকির হোসাইন
১৯) মাওঃ খালেদ সাইফুল্লাহ
৫ নং হরষপুর ইউনিয়ন
২০) মাওঃ ক্বারী ওসামা
২১) মাওঃ মুতাসিম বিল্লাহ তামিম
২২) মাওঃ আরিফুজ্জামান
২৩) মাওঃ মুজাহিদ বিন শফিক
২৪) মাওঃ জুবায়ের আহমদ
২৫) মাওঃ সাব্বির আহমদ উসমানী
২৬) আমিনুল ইসলাম রাসেল
২৭) মাওঃ খুরশিদ আলম
২৮) মাওঃ বরকতুল্লাহ
২৯) মাওঃ কেফায়েত উল্লাহ
৬ নং পত্তন ইউনিয়ন
৩০) মাওঃ আরমান বিন শাহ জাহান
৩১) মাওঃ ওবায়দুল্লাহ বিন আক্তার
৩২) মাওঃ মুবারকুল্লাহ
৩৩) মাওঃ মাহমুদুল হাসান
৩৪) মাওঃ হেদায়েতুল্লাহ
৩৫) মাওঃ আবুল কালাম ভুইয়া
৩৬) মাওঃ মাসুক মিয়া
৩৭) মাওঃ এনায়েতুল্লাহ
৩৮) মাওঃ রিয়াজতুল্লাহ
৭ নং সিংগারবিল ইউনিয়ন
৩৯) মাওঃ আবু বকর সিদ্দিক
৪০) মাওঃ সাইফুল্লাহ সাদী
৪১) মাওঃ আরিফ বিল্লাহ মুজাহিদ
৪২) মাওঃ খুবাইব আহমদ
৪৩) মাওঃ মুজাহিদ
৮ নং বিষ্ণুপুর ইউনিয়ন
৪৪) মাওঃ মুবাশ্বির হোসাইন
৪৫) মাওঃ সাব্বির আহমদ
৪৬) মাওঃ নাসির উদ্দিন
৪৭) মাওঃ আরিফ বিল্লাহ
৯ নং চর ইসলামপুর
৪৮) মাওঃ জাকির বিন ওয়াজ
৪৯) মাওঃ রুমান আহমদ
৫০) মাওঃ বায়জিদ আহমদ সিরাজী
৫১) মাওলানা মোশারফ হোসাইন
১০ নং পাহাড়পুর ইউনিয়ন
৫২) মাওঃ শাহ ইব্রাহিম খাদেম
৫৩) মাওঃ রিদুয়ান আহমদ
৫৪) মাওঃ রাকিব
৫৫) মাওঃ আতাউল্লাহ
যুব উলামা পরিষদের এই আয়োজন নবীন আলেমদের শিক্ষাগত ও ধর্মীয় দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে এবং জাতির কল্যাণে তাদের ভূমিকা নিশ্চিত করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।