সিরাজুল ইসলামঃ
ব্রাহ্মণবাড়ীয়া জেলা সরাইল উপজেলায় বিভিন্ন সময়ে দেখা যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন, আর এ নিয়ে পত্রপত্রিকা,টিভি চ্যানেলে শিরোনামে থাকে ব্রাহ্মণবাড়ীয়া।
এমন কি ফেইসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার ঝড় থাকে।
এবার নতুন বছরের প্রথম দিনেই পুর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারী পুরুষসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (১ জানুয়ারি) সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের ইমামবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহতরা হলেন আংগুর মিয়া (৪২) কাপ্তান মিয়া (২৫) পারুল আক্তার (৩০) জুলহাস (২৫) জাহাঙ্গীর মিয়া (২৫) দুলাল মিয়া (২৫) সজিব মিয়া (১৮)
আহতদের সবাইকে ব্রাহ্মণবাড়ীয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপস্থিত লোকজন ও পুলিশ জানান উপজেলা ধামাউড়া গ্রামের ইমামবাড়ি এলাকায় খুরশিদ মিয়ার ছেলে শরীফের ভিটেবাড়ির ৮ শতাংশ জায়গা নিয়ে একই এলাকার মৃত মতর মিয়ার ছেলে হোসেন মিয়ার সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল এরই জের ধরে
বুধবার দুপক্ষের লোকজন খোলা মাঠে লাঠি বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে
সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান
পুর্ব বিরোধের জের ধরেই দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।