শফিকুল ইসলাম শরীফ রিপোর্টার।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুর ইউনিয়নের শিবপুর উত্তর পাড়ার জবা রানী বিশ্বাস নামের এক শিশু সিএনজির নিচে চাপা পরে নিহত হয়েছে, শিশু টির বাবার নাম সূর্যকান্ত বিশ্বাস, সে সুর সম্রাট আলাউদ্দিন খাঁ বিদ্যানিকেতনের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিলো,জানা যায় ২৫ সেপ্টেম্বর বুধবার আনুমানিক সকাল ৯ ঘটিকার সময় জবা রানী বিশ্বাস কলেজ মোড়ে দোকান থেকে কিছু ক্রয় করে শিবপুর কলেজ রোড মোড়ে পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে দৌড় দিয়ে রাস্তা পারাপারের সময় নবীনগর থেকে আসা একটি সিএনজি বেপরোয়া গতিতে এসে জবা রানী বিশ্বাস কে ধাক্কা দিয়ে অনেকটা জায়গা টেনে হিঁচড়ে নিয়ে যায়,ঐ সময় প্রত্যক্ষদর্শীরা জবা রানী বিশ্বাসকে সিএনজির নিচ থেকে উদ্ধার করেন এবং পরবর্তীতে জবা রানী বিশ্বাসের পরিবারের লোকজন এসে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান, কর্তব্যরত চিকিৎসক জবা রানী বিশ্বাসের অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন, শেষ পর্যন্ত ঢাকা যাওয়ার পথে ভৈরব শিশু শিক্ষার্থী জবা রানীর মৃত্যু হয়।
এ বিষয় এ
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন,লাশ পরিবারের কাছে রয়েছে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিএনজি টি থানা হেফাজতে নিয়ে আসে ড্রাইভার পলাতক রয়েছে।