শফিকুল ইসলাম শরীফ রিপোর্টার
১২-৭-২০২৪ ইং নতুন করে নদী ভাঙ্গন।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের আমাদের চিত্রী গ্রামের মাইজ হাটি ও কান্দাপাড়া আবারও তীব্র নদী ভাংগন, ৪ টি বাড়ি ঘরসহ
নদীর গর্বে বিলিন হয়ে গেছে, আজ সকাল থেকে নদী ভাঙ্গন শুরু হয়ে বিকেল ৪ টার দিকে তীব্র আকার ধারণ করে নদী ভাঙ্গন। যাদের বাড়ি ঘর বিলিন হয়েছে তাদের নাম
১)আমির হোসেনের দোকান ও বাড়ি
২) মুতি মিয়া বাড়ি,
৩) আমির আলীর বাড়ি, অনেকে বাড়ি নদীর ভাংগনে বিলিন হয়েগেছে,
ভাংগন শুরু হয়েছে এমতাবস্থায় ভাংগন রোধে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন না করা হলে অসংখ্য ঘর বাড়ি,বিল্ডিং স্কুল-মাদ্রাসা, মসজিদ নদী গর্ভে বিলীন
হয়ে যাইবার আশঙ্কা করছে এলাকাবাসী, এমতঅবস্হায় সংশ্লিষ্টদের সুদৃষ্টি ও সাহায্যের আশায় তাকিয়ে আছে এলাকাবাসী, পরিশেষে মাননীয় এমপি ফয়জুল রহমান বাদল মহোদয় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিলেন্ড জনপ্রতিনিধি ও রাজনৈতিক
সকল প্রতিনিধিগনের ভাংগন রোধে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছেন এলাকাবাসী।
এই মুহূর্তে আতঙ্কে দিন কাটছে নদীর পাড় এলাকার মানুষ। এলাকাবাসী জানান জায়গাটি ব্লক/বস্তা দিয়ে
বাদ নির্মাণের জন্য এলাকার সর্বসাধারনের ভোগান্তি লাঘবে কাজ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী।