শফিকুল ইসলাম শরীফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে চার মাসের শিশুর রহস্যজনক মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামে ৪ মাসের নবজাতক শিশু হাজেরার রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত শিশু হাজেরা বিদ্যাকুট গ্রামের প্রবাসী অলিউল্লার মেয়ে। শনিবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে স্থানীয়রা। এই মর্মান্তিক ঘটনায় ওই পরিবার ও স্থানীয় লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এলাবাসী জানান, শিশু সন্তান কে সঙ্গে নিয়ে সন্ধ্যার দিকে ঘুমিয়ে ছিলেন মা রোমা বেগম। রাত দুই টায় ঘুম থেকে উঠে টয়লেটে যায়, সেখান থেকে এসে তিনি আবার ঘুমিয়ে পড়েন। হঠাৎ ভোর রাত ৫ টায় ঘুম ভেঙে গেলে দেখেন ঘরের দর্জা খোলা পাশে শিশু সন্তান নেই। অনেক খুঁজেও তাকে আর পাওয়া যায়নি। পরে আশেপাশের লোকজনও খুঁজতে শুরু করে। একপর্যায়ে তাকে বাড়ির পাশে একটি পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান।পরে স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে ৯৯৯ এ কল করেন।
শিশুর মা রোমা বেগম বলেন, সন্ধায় আমার শিশু সন্তান কে নিয়ে ঘুমিয়ে ছিলাম।রাত দুই টায় ঘুম থেকে উঠে টয়লেটে যাই,তারপর আবার ঘুমিয়ে ছিলাম। ভোর ৫ টায় ঘুম থেকে উঠে দেখি ঘরের দর্জা খোলা পাশে আমার সন্তান নেই।
নবীনগর থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে এ বিষয়ে বলেন, শিশুটির লাশ উদ্ধার করে পোস্টমাডামের জন্য ব্রাহ্মণবাড়িয়া মরগে পাঠানো হয়েছে। চার মাসের শিশু কিভাবে পুকুরে গেলো খোঁজখবর নিচ্ছি পরে জানানো হবে।