শফিকুল ইসলাম শরীফ রিপোর্টার
নবীনগরে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সামাজিক সম্প্রীতি সভা
শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর ফরহাদ শামীম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. এবাদুল করিম বুলবুল। সভার সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক (ডিসি) মো.শাহগীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম, সহকারী (ভূমি) মাহমুদা জাহান, নবীনগর পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি অজন্ত কুমার ভদ্র, নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুছা, মুফতি মো. বেলায়েতুল্লা সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মকর্তা/কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, ইউপি চেয়ারম্যান,বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক,পুরোহিত ও শিক্ষকসহ সর্বস্তরের জনগণ।
সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে সব ধর্মের ও বর্ণের মানুষকে একসাথে মিলেমিশে চলতে হবে। ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করে নবীনগরকে সারা বাংলাদেশে সামাজিক সম্প্রীতির একটি আদর্শ উদাহরণ হিসেবে গড়ে তুলতে হবে।