
শফিকুল ইসলাম শরীফ
রিপোর্টার,
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা চার বছরের মেয়েকে ধর্ষণ, মামলার আসামি মহল্লাগ্রামের বাবা ছেলেকে নবীনগর থানা পুলিশ ঢাকা থেকে গ্রেফতার করেছেন, বাবা পছন আলী ওরফে সিদ্দিক, ছেলে উজ্জল নবীনগর থানা পুলিশ ৬ মাস আগে চার বছর মেয়েকে ধর্ষণ করেছিল ওয়ারেন্ট ভুক্ত আসামি উজ্জল। এ চার বছর বাচ্চা সঠিক বিচার চাই আদালতে বিচারাধীন,ধর্ষিতা নাবালিকা হওয়া তার মা আকলিমা বেগম নবীনগর মামলা করেন দর্শনের যাহার নং জি আর ৫৭/২০২৩ ধারা ২০০০ ইংরেজী সনের নারীও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(১) দাঁড়া মামলা রুজু হওয়ার পর আসামিগণ বাদীর স্ত্রীর দায়েরকৃত বর্ণিত মামলার প্রত্যাহার করিয়া নেওয়ার জন্য বাঁধি ও তাহার পরিবারের লোকজনকে বিভিন্নভাবে হুমকি সহ মারাত্মক ভাবে অত্যাচার গালিগালাজ সহ মারাত্মক ভাবে খুন জখমের ভয় দেখাইয়া আসিতেছে। দর্শনকারী উজ্জল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলখানায় বন্দি আছে। চার বছরের বাচ্ছার ধর্ষণ কারির সঠিক বিচার চায় এলাকাবাসী ও গ্রামবাসী।
শফিকুল ইসলাম শরীফ
রিপোর্টার,