নবীনগরে মোবাইল কোর্টে এক মাদক বিক্রেতার ৪ মাসের জেল
পৌর এলাকার আলিয়াবাদ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক গাঁজা বিক্রেতার ৪ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
আজ সোমবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে খোজ পেয়ে সরজমিন এর সত্যতা পাওয়ার ওই মাদক বিক্রেতার বিরুদ্ধে তাৎক্ষণিক মোবাইল কোর্টে সাজা প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, মাদকসেবী আর বিক্রেতার বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।