শফিকুল ইসলাম শরীফ স্টাফ রিপোর্টার
নবীনগর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন।
দিবসটি উপলক্ষে আজ (১৬ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নবীনগর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে
উপস্থিত ছিলেন সাবেক ছাত্র ও যুবনেতা
নবীনগর পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক জি,এস হাজী খাইরুল আমিন,
সাবেক ছাত্র ও যুবনেতা পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব,
সদস্য বাহাউদ্দিন বাহার। সাবেক নবীনগর উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল্লা আল রুমান, নবীনগর পৌর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নুর আলম, উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নূর মোহাম্মদ,নবীনগর পশ্চিম ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের সভাপতি হেলাল সরকার, ২ নং ওয়ার্ডের সভাপতি আজিবুর রহমান,১নং ওয়ার্ডের সভাপতি আসাবউদ্দিন,৪ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল জলিল, ৯ নং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা রাজিবুল ইসলাম রাজীবসহ ইউনিয়নের নেতৃবৃন্দ, অনুষ্ঠানটির পরিচালনা করেন পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম।
এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এদেশের সার্বভৌমত্বকে হত্যার চেষ্টা করেছে খুনীরা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শোককে শক্তিতে রূপান্তরিত করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
আলোচনাসভা শেষে ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধুসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।