শফিকুল ইসলাম শরীফ রিপোর্টার
নবীনগরে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ মাদকব্যবসায়ী গ্রেফতার।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার নবীনগর- শিবপুর সড়কের ওয়ারুক গ্রামের সিএনজি স্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পার্শ্ববর্তী আখাউড়া উপজেলার রেল স্টেশন কলনির সোহাগ মিয়ার স্ত্রী হালিমা বেগম (২৪), কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার হাফিজুর রহমানের স্ত্রী মোছাঃ জেসমিন আক্তার(২২), সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার শ্যামারকান্দি গ্রামের
মতিউর রহমান(৪০)কে ১০ পুটলি গাঁজা সহ তাদেন গ্রেফতার করা হয় ।
নবীনগর থানার ওসি মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিনব কায়দায় মাদক পাচারের সময়, গোপন সংবাদের ভিত্তিতে দুইজন নারী ও একজন পুরুষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৪ পুটলি গাঁজা,২৪ (চব্বিশ) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকের নিয়মিত আইনে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।
আমাদের এ মাদক বিরোধী অভিযানের অব্যাহত থাকবে।