![](https://i0.wp.com/sorejominbarta.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png?ssl=1)
সিরাজুল ইসলাম,
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়।
আজ (১৬ ডিসেম্বর) শহরের ফারুকি পার্ক স্মৃতিসৌধ চত্বরে সুর্য্যদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসুচি শুরু হয়।
প্রথমেই রাষ্টের পক্ষে শহীদদের প্রতি পুষ্পক অর্পনে শ্রদ্ধাজ্ঞাপন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ দিদারুল আলম। এরপর পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জেলা জাতীয় পার্টি, জেলা প্রেসক্লাব, জেলা টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোয়েশন ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক -সাংস্কৃতিক সংঘটনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার মানুষ জন শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
এসময় বিউগলের করুন সুরের মাধ্যমে পুলিশের একটি চৌকস দল শহীদদের গার্ড অব অনার জানান।
গার্ড অব অনার সমাপ্তি হওয়ার পর জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
ADVERTISEMENT
1