![](https://i0.wp.com/sorejominbarta.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png?ssl=1)
সিরাজুল ইসলাম:
টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে ঘুমন্ত অবস্থায় নিরীহ মুসল্লীদের উপর সাদপন্থীদের হামলা ও হত্যার প্রতিবাদে সারা দেশ ব্যাপি নিষিদ্ধ্যের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় ওলামা মাশায়েখ ও তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
(২০ ডিসেম্বর) জুম্মার নামাজের পর পরই শহরের বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে মুসল্লীরা দল বেদে টেংকের পাড় মাটে একত্রিত হয়।
পরে সবাই বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলি প্রদিক্ষণ করে কাউতলী মোড়ে এসে শেষ করেন।
এসময় বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি মাওলানা মুফতি মুবারকুল্লাহ,সাধারণ সম্পাদক মাওলানা আলি আজম প্রমুখ।
এসময় বক্তারা বলেন টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে সাদ পন্থীদের মধ্যে যারা হামলা ও হত্যার সাথে জড়িত আছেন সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসিতে ঝুলানো হোক।
এবং সারা দেশে সাদ পন্থীদের কার্য্যক্রম নিষিদ্ধ করা হোক।