ছাত্রদল নেতা জাকির খানকে বেকসুর খালাস প্রদান করেছে নারায়ণগঞ্জ নিম্ন আদালত।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সর্বমোট ৩৩টি মামলা আদালতে বিচারাধীন ছিল। এর মধ্যে ৩০টি মামলায় ইতোমধ্যে খালাস পেয়েছেন জাকির খান। বাকি তিনটি মামলার মধ্যে দুটিতে জামিনে আছেন তিনি। নারায়ণগঞ্জের ব্যাবসায়ী নেতা সাব্বির হত্যা মামলায় খালাস পাবার পর তার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবি জানান, আলহামদুলিল্লাহ, তিনি বেকসুর খালাস পেয়েছেন।
এইসময়ে আদালতপাড়ায় আনন্দ মিছিল পরিবেশের সৃষ্টি হয়।
ADVERTISEMENT
4