ইফতেখার হোসেন, চট্টগ্রাম ব্যুরো- চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ২৪ ঘন্টার বিদ্যুৎ বিভ্রাট শেষে পরিস্থিতি স্বাভাবিক হলো।
মঙ্গলবার (১ আগস্ট) সকালে স্থানীয় শিল্প প্রতিষ্ঠান টিকে গ্রুপের ট্রান্সফর্মার নষ্ট হওয়ায় ২৪ ঘন্টা পর বিদ্যুৎ সাপ্লাই পেলো বোয়ালখালী বাসী।
বোয়ালখালী পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার একেএম মাসুদুর রহমান সরেজমিন বার্তাকে বলেন, ‘টিকে গ্রুপের ট্রান্সফর্মার নষ্ট হওয়ায় বোয়ালখালীতে বিদ্যৎ বিভ্রাট ছিলো। আজ দিবাগত রাতে কর্ণফুলী পাওয়ার প্লান্ট থেকে সাপ্লাই সংযোগ নেওয়ায় ভোর রাত থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।’
এদিকে বোয়ালখালী পশ্চিম গোমদন্ডী এলাকার একাধিক বাসিন্দা জানান- ২ তারিখ বেলা ১২টা পর্ন্ত অনেক এলাকায় বিদ্যুৎ বিদ্যুৎ আসলেও পশ্চিম গোমদন্ডী এলাকায় এখনো বিদ্যুৎ আসেনি।