তাহের তারেক, সাভার:
৯/১/২৫ তাঃ বৃহস্পতিবার সকাল ১১ ঘটুকার সময় সাভার থানা দিন মধুমতী মডেল টাউন এর ক্রয় কৃত প্লোট মালিকদের দাবী জীবন দিব কিন্তু জমি দিব না।
গত ২০০৪ সালে বেলা নামক একটি এনজিও দুই টি রীট পিটিশন দায়ের করে এবং বৈষম্য মূলক রায় এর বিরুদ্ধে দাবী নিয়ে প্লোট মালিকরা আলোচনা সভা করেন। এসময় প্লোট মালিকরা বলেন আমাদের দেশে রোহিঙাদের জায়গা হয় কিন্তু আমাদের ক্রয়কৃত জমির মালিক হয়েও বাড়ি ঘর করতে পারি না। বেলা নামক এনজিও টি একটি গাছের তার কাটা তুলে ফেলেদেয় গাছের খতি হবে বলে, কিন্তু মধুমতী মডেল টাউনে হাজার হাজার গাছ পালা কেটে জলাশয় করতে চায় ৪ হাজার প্লট মালিক যার বারো হাজার মানুষের বসবাস করার উপযোগী স্থানকে জলাশয় বানানোর চেষ্টা করছে। তাই প্লোট মালিক গন সরকারের কাছে আবেদন করেন এই মধুমতী মডেল টাউন কে যেন বসবাস করার অনুমোদন দেয়।
ADVERTISEMENT
6