মোঃ রিপন হাওলাদার
বেসরকারি পর্যায়ে লাইসেন্সপ্রাপ্ত মাদকাসক্তি নিরাময় কেন্দ্রসমূহের চিকিৎসা সেবার মানোন্নয়নের লক্ষ্য আইন, বিধি ও নীতিমালা অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি )
ঢাকা মেট্রো: (দক্ষিণ) কার্যালয়ের আয়োজনে ২০ জুলাই বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় কার্যালয়ের সভাকক্ষে অবহিতকরণ সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, ঢাকার অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটওয়ারী। সেমিনারে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো: (দক্ষিণ) কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুদ হোসেন।
ঢাকা মেট্রো: (দক্ষিণ) কার্যালয়ের আওতাধীন ২৭টি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক ও প্রতিনিধিসহ সেমিনারে আরো উপস্থিত ছিলেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের উপ-পরিচালক জনাব মো. বাহাউদ্দীন, বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জনাব রাজিব মিনা, ঢাকা মেট্রো: (দক্ষিণ) কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সুব্রত সরকার শুভ।
সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় (ডিএনসি)র ঢাকা বিভাগীয় প্রধান মো. মজিবুর রহমান পাটওয়ারী বলেন, মাদকাসক্তি দূরীকরণে জনসাধারণকে শুধু সচেতন করলেই হবে না, তাদের মাদকবিরোধী গণআন্দোলনে সম্পৃক্ত করতে হবে। মাদকাসক্ত রোগীদের চিকিৎসায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রসমূহের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, মাদকাসক্ত রোগীরাও আমাদের মতোই মানুষ, তাদের প্রতি আরও মানবিক আচরণ করতে হবে এবং সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।
সভাপতির বক্তব্যে ঢাকা মেট্রো:
(দক্ষিণ)’র উপ-পরিচালক মো. মাসুদ হোসেন বলেন, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রসমূহকে মাদকাসক্তদের চিকিৎসার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন প্রতিষ্ঠানে মাদকবিরোধী গণসচেতনতা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো: (দক্ষিণ) কার্যালয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি অংগীকার ব্যক্ত করেন। সেমিনারে ডিএনসি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।