এম. এ. মান্নান পলক, বেলকুচি উপজেলা প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
“বৃক্ষ রোপণ প্রকৃতি- পরিবেশ, আগাম প্রজন্মের টেকসই বাংলাদেশ ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বেলকুচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বেলকুচি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মীর্জা মোঃ সোলায়মান হোসেন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
২০ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় | উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা আফিয়া সুলতানা কেয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা প্রকৌশলী কর্মকর্তা জনাব মোঃ মজনু মিয়া এবং বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান | অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মীর্জা মোঃ সোলায়মান হোসেন । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব জনাব মোঃ ফয়সাল আহমেদ, প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল কুদ্দুছ ভুট্টু, ইউপি সদস্য জনাব মোঃ সিদ্দিকুর রহমান |
প্রধান অতিথি জনাবা আফিয়া সুলতানা কেয়া তার বক্তব্যে বলেন, "দেশের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই | আমাদের সবাইকে সামর্থ অনুযায়ী যত বেশি সম্ভব গাছ লাগাতে হবে" | এমন গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণের জন্য তিনি মীর্জা সোলায়মান হোসেন চেয়ারম্যানকে ধন্যবাদ জানান |
এই বৃক্ষ রোপন কর্মসূচির উদ্যোক্তা এবং অনুষ্ঠানের সভাপতি জনাব মীর্জা সোলায়মান হোসেন চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। এই কর্মসূচির অংশ হিসেবে আজকে আমার ইউনিয়নের বিভিন্ন স্থানে তিন শতাধিক বনজ, ফলজ ও ঔষধি গাছ লাগানো হয়েছে যা এই এলাকার প্রাকৃতিক পরিবেশ ঠান্ডা রাখতে কার্যকরী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি"।
এদিকে মীর্জা সোলায়মান হোসেনের এমন মহান উদ্যোগ ইতিমধ্যে সর্ব মহলে সাড়া জাগিয়েছে। দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ সোলেমান চেয়ারম্যানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে |