ইমতিয়াজ উদ্দিন, স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার সফল অভিযানে ৭ নভেম্বর, বৃহস্পতিবার বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ ৫ জন আসামি গ্রেফতার হয়েছে। অভিযানে ৫টি বিদেশি পিস্তলসহ মোট ১৭টি আগ্নেয়াস্ত্র, ২৭৭ রাউন্ড গুলি, ৯টি ম্যাগাজিন, ২টি পিকআপ এবং ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব স্যারের সক্রিয় সহযোগিতায় এ অভিযানটি সফলভাবে পরিচালিত হয়েছে। তিনি আরও জানান, বেগমগঞ্জ মডেল থানায় তার প্রথম অভিযান সফল হওয়ায় তিনি আশাবাদী যে ভবিষ্যতে এ ধরনের অভিযানে আরও সফলতা আসবে।
এ অভিযানটি বেগমগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে স্থানীয় প্রশাসন আশাবাদ ব্যক্ত করেছেন।
ADVERTISEMENT