
মোঃ রফিকুল ইসলাম
ক্রাইম রিপোর্টার।
নোয়াখালীর বেগমগঞ্জে ফসলি জমির মাটি বিক্রয়কে কেন্দ্র করে পারিবারিক কলহে এক ব্যবসায়ির মৃত্যু হয়েছে।বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফরাজী বাড়ির মজিবুল হকের মেজো ছেলে মোঃ সত্তর মিয়াকে রোববার রাত অনুমানিক ৩টায় ঘর থেকে ডেকে নিয়ে নির্মম ভাবে মেরে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে মর্মে পরিবারের অভিযোগ। ভুক্তভোগী পরিবারের মৃতের ভোন মনোয়ারা বেগম, কান্না জড়িত কন্ঠে সরে জমিন বার্তা প্রতিনিধিকে জানান, আমাদের চাচাতো ভাই
বাবুলের সাথে দীর্ঘদিন থেকে জায়গা জমি ও মাটি বিক্রয়ের টাকা নিয়ে বিরোধ চলিতেছে। আমাদের ধারণা এই হত্যার সাথে বাবুল জড়িত রয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান ভুক্তভোগী পরিবার। বেগমগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ লিটন দেওয়ান বলেন, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন বেগমগঞ্জ থানা পুলিশ।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।