শফিকুল ইসলাম শরীফ রিপোর্টার
বেইলি রোডে ‘সুলতান’স ডাইন’ রেস্টুরেন্ট সিলগালা।
বেইলি রোডের আগুনের ঘটনার পর নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। মঙ্গলবার (৫ মার্চ) সকাল থেকে বেইলি রোড ও খিলগাঁওয়ে অভিযান চালায় রাজউক ও ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশন।
অভিযানে খিলগাঁওয়ে একটি ছয়তলা ভবন ও বেইলি রোডে দুইটি রেস্টুরেন্ট সিলগালা করা হয়েছে। সিলগালা করা রেস্টুরেন্ট দুটি হলো সুলতান’স ডাইন ও নবাবী ভোজ। বেইলি রোডে অভিযান পরিচালনা করেছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার।
এর আগে, অভিযান পরিচালনাকারী দলটি বেইলি রোডের সুলতান’স ডাইন পরিদর্শনে যায়। সেখানে গিয়ে দেখা যায়, রেস্টুরেন্টটি বন্ধ রয়েছে। সেখানে এক নোটিশে লেখা ছিল, ‘রেনোভেশন কাজের জন্য সাময়িকভাবে সুলতান’স ডাইন বন্ধ রয়েছে’। পরে বন্ধ থাকা রেস্টুরেন্টটি সিলগালা করে দেয় রাজউক
এর আগে, সকালে বেইলি রোডের বন্ধ থাকা নবাবী ভোজ রেস্টুরেন্টটি সিলগালা করে দেয়া হয়। সিলগালার সময় রেস্টুরেন্টটির মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।
এদিকে অভিযানের খবর পেয়ে খিলগাঁওয়ের বেশিরভাগ রেস্টুরেন্ট বন্ধ করে পালায় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে লাগা আগুনে ৪৬ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অনেকে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।