শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

বিষাক্ত মদে ও অন্য নেশায় অসুস্থ হচ্ছে সেবকরা

Logo
ডেস্ক রিপোর্ট শুক্রবার, ০২ ২০২৪, ২:৫৮ অপরাহ্ণ

 

সাজাদ বিন খালেদ সুমন, বিশেষ প্রতিনিধি

সরকারি নির্ধারিত লাইসেন্সকৃত দোকানের মদ ছাড়া পরিচ্ছন্ন কাজে অনিহা
সেবকদের বংশ পরমপরায় মদ খেয়ে পরিচ্ছন্নতার কাজের প্রথাটি চালু রয়েছে যুগযুগ ধরে। আবর্জনা, মলমূত্র পরিস্কারের কাজ করতে তাদের খানিকটা মদ্য পান করতে হয়। যাতে করে আবর্জনা ও মলমূত্রের গন্ধ তাদের নাকে না লাগে।
তবে বেশকিছু কিছুদিন ধরেই বন্ধ ফিরিংগীবাজার এলাকার একমাত্র লাইসেন্সকৃত মদের দোকানটি। এ অবস্থায় সরকারি লাইসেন্সকৃত মদের দোকান বন্ধ পাওয়ায় সেবকরা বিভিন্ন বিষাক্ত মদ ও অন্যান্য নেশায় অসুস্থ হয়ে পরছেন।

 


আজ বৃহস্পতিবার নগরীর বান্ডেল রোড, ফিরিংগীবাজার, পাথর ঘাটা, ফিশারীঘাটসহ আশপাশের এলাকার শত শত সেবকরা ফিরিংগীবাজারাস্থ সরকারি লাইসেন্সকৃত মদের দোকান খুলে দিতে পায়ে হেঁটে মৌন প্রতিবাদ জানান। এরপর সকলে একযোগে কোতোয়ালি থানা ও চট্টগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একত্রিত হয়।
এ সময় সেবকদের সর্দারগণ উপস্থিত হয়ে গণমাধ্যমকে বলেন, আমরা মলমূত্র ও সমাজের আবর্জনা পরিস্কার করি। কি পরিমান দৈহিক শ্রম যায় সেটা অন্য কারো বোঝা সম্ভব নয়। মল মুত্রের গন্ধ নাকে না লাগার জন্য আমাদের মদ্য পান করতে হয়। তবে সরকারি মদের দোকান বন্ধ পাওয়া আমাদের অনেকেই বিষাক্ত মদ ও অন্যান্য নেশা করে অসুস্থ হয়ে পরছেন।
তারা জানান, সরকারি মদ ছাড়া এতো বেশি দাম দিয়ে অন্য মদ কেনা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়।
তারা আরো বলেন, আমরা যে বেতন পাই তা দিয়ে কোনো ভাবে টানা-হিঁচড়ে সংসার চলে। এরমধ্যে আমরা দামি মদের টাকা কোথায় পাবো। আর তাই সরকারি মদের দোকান ছাড়া আমরা কোনো ভাবেই কাজ করতে পারবো না।
এ সময় চরম হতাশা নিয়ে তারা বলেন, আমরা সরকারি নিয়ম মেনেই আমাদের কাজ করে থাকি। তবে আমাদের অনেক সেবকরা গন্ধ না লাগার জন্য নানা ধরণের অন্যান্য ঔষধ খেয়ে কাজ করতে গিয়ে বারবার অসুস্থ হয়ে পড়ছে।
মৌন প্রতিবাদ চলা কালে কোতোয়ালি থানা ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ বিষয়টি নিয়ে আলোচনায় বসবেন বলে আসস্থ করেন।

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

মাসুম বিল্লাহঃ ১৭ই জানুয়ারি ২০২৫ তারিখে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) কেন্দ্রীয় কমিটি বর্তমান প্রেক্ষাপট ও পরিস্থিতি বিবেচনায় একটি বিশেষ সভার আয়োজন করে। …

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি, মাগুরাঃ মাগুরা সদর উপজেলার কছুন্দী ইউনিয়নে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ …

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি,মাগুরাঃ মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান। …

মোঃ আলমগীর হোসাইন, (গাজীপুর প্রতিনিধি) অনলাইন টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ …