
চট্টগ্রাম ব্যুরো- শহীদ রুমী স্কোয়াড মনে করে বিজ্ঞান মনস্ক, যুক্তিবাদী, মননশীল মানুষ গড়তে হাতে কলমে বিজ্ঞান শেখা ও পাশাপাশি মানব জীবনেতার প্রয়োগের কোনো বিকল্প নেই।এই চিন্তা থেকে বছর জুড়ে প্রতি মাসে বিজ্ঞান প্রজেক্ট তৈরি,দেয়ালিকা তৈরি, বিজ্ঞান কর্ণার তৈরি করাহয়।
শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে শহীদ রুমি স্কোয়াডের ষোলশহর রেলওয়ে স্টেশন কার্যালয়ে।
এসব কিছুর সারমর্ম হিসেবে বছর শেষে এলাকার স্কুল গুলোকে সম্পৃক্ত করার চেষ্টার মাধ্যমে “বিজ্ঞান মেলা” আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ডা.মাহফুজুর রহমান, পাঁচলাইশ সিটি কর্পোরেশনকলেজের অধ্যক্ষ জয়নব বেগম, মুক্তিযোদ্ধা মশিউর রহমান খান, সোহেল লুতফুল হাসনাৎ (ফুলকী স্কুলের বিজ্ঞান শিক্ষক), দীপাঞ্জনরক্ষিত (বন গবেষণাগার উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক) শিক্ষার্থী অভিভাবক দের মধ্যে বক্তব্য রাখেন সাথী আক্তার,আঞ্জুয়ারা বেগম।
শহীদ রুমী স্কোয়াডের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান মেলা সমন্বয়ক জ্যোতির্ময় বড়ুয়া,শহীদ রুমী স্কোয়াডের সভাপতি আসমাআক্তার, শিক্ষক নীতিশ নাথ,ইকরা বিনতে বিল্লাহ,তাসমিন আক্তার,মোহাম্মদ আবু মেহরাজ,সায়েমা আক্তার,জহিরুল হক জনি,শিশুসংগঠক ফয়সাল, শুভাকাঙ্খী মিজানুর রহমান, শিক্ষক পার্থ চন্দ্র দে প্রমুখ।
এ বছরের প্রদর্শনীর সকল প্রজেক্ট হলো–
প্রজেক্ট–১ প্রজেক্টের নাম বায়ু চাপ
টিম জগদীশ চন্দ্র বসু
মুরসালিন, জবা, সুমনা
প্রজেক্ট–২
আইজ্যাক আইনস্টাইন
প্রজেক্টের নাম–প্রজাপতি সার্কেল
টিম মেম্বারঃ আনিকা, শারমিন,তিথি
প্রজেক্ট–৩
টিম সত্যন্দ্রনাথ বসু
প্রজেক্টের নামঃ চুম্বকের সাহায্যে দিক নির্ণয়
টিম মেম্বারঃ মুন্না, ইমন
প্রজেক্ট–৪
টিম আচার্য প্রফুল্ল চন্দ্র রায়
প্রজেক্টের নামঃ
টিম মেম্বারঃ আশা মনি
প্রজেক্ট–৫
টিম মাদাম কুরী
প্রজেক্টের নাম–তার কথা বলে
টিম মেম্বার–আইভি, সুমনা
প্রজেক্ট– ৬
টিম জামাল নজরুল ইসলাম
প্রজেক্টের নামঃআদর্শ কলোনি
টিম মেম্বারঃ হালিমা
প্রজেক্ট–৭
টিম ব্রুনো
প্রজেক্টের নামঃ বাইনারী
টিম মেম্বারঃ মারুফা
প্রজেক্ট–৮
টিম আইনস্টাইন
প্রজেক্টের নামঃ খাদ্য ও পুষ্টি
টিম মেম্বারঃ ফেরদৌস, সাজ্জাদ
প্রজেক্ট–৯
টিম ডারউইন
প্রজেক্টের নামঃ বর্জ্য পরিশোধ
টিম মেম্বার–আকাশ
প্রজেক্ট–১০
প্রজেক্টের নাম– মানবদেহ শ্বসনতন্র
টিম মেম্বারঃ সুমাইয়া, শাম্মী
প্রজেক্ট–১১
প্রজেক্টের নাম–পানি পরিশোধন
টিম মেম্বার– সুজন