রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

বিশ্ব নিউমোনিয়া দিবস ২০২৪ উপলক্ষে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

Logo
Desk Report 2 মঙ্গলবার, ১২ ২০২৪, ৪:৩৮ অপরাহ্ণ

মাহমুদুল হাসান, রামগড়, (খাগড়াছড়ি) প্রতিনিধি:

আজ ১২ই নভেম্বর রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব নিউমোনিয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে একটি বিশেষ আলোচনা সভা এবং র‍্যালির আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব ও প্রধান আলোচকের দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ. বি. এম. মোজাম্মেল হক। অনুষ্ঠানে অন্যান্য স্বাস্থ্যকর্মী, স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

নিউমোনিয়া: এক মারাত্মক ফুসফুসের সংক্রমণ

নিউমোনিয়া একটি গুরুতর ফুসফুসের রোগ, যা ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাকের সংক্রমণ থেকে সৃষ্ট হতে পারে। বিশেষজ্ঞদের মতে, শীতকালে নিউমোনিয়ার ঝুঁকি বেড়ে যায়, কারণ এ সময় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার প্রবণতা বেশি থাকে। শিশু ও বয়স্কদের মধ্যে এই রোগের প্রভাব আরও গুরুতর হতে পারে। ডা. এ. বি. এম. মোজাম্মেল হক এই রোগের প্রাথমিক উপসর্গ এবং এর প্রতিরোধে প্রয়োজনীয় করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। নিউমোনিয়ায় সাধারণত সর্দি, কাশি, জ্বর এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়, যা সময়মতো চিকিৎসা না করালে রোগ জটিল আকার ধারণ করতে পারে।

বিশ্ব নিউমোনিয়া দিবসের প্রতিপাদ্য: ❝প্রতিটি শ্বাসই মূল্যবান, নিউমোনিয়া প্রতিরোধ করুন❞

বিশ্ব নিউমোনিয়া দিবস ২০২৪-এর প্রতিপাদ্য হচ্ছে, “প্রতিটি শ্বাসই মূল্যবান, নিউমোনিয়া প্রতিরোধ করুন” (Every Breath Counts: Stop Pneumonia in Its Track)। এই প্রতিপাদ্যের মাধ্যমে জনসাধারণকে নিউমোনিয়া রোগের ব্যাপারে সচেতন করার পাশাপাশি সঠিক সময়ে চিকিৎসার গুরুত্ব বোঝানো হয়েছে। শীতকালে নিউমোনিয়ার প্রকোপ বেশি থাকায় শিশু ও বয়স্কদের সুরক্ষা নিশ্চিত করতে সকলকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

ADVERTISEMENT

নিউমোনিয়া প্রতিরোধে করণীয়

অনুষ্ঠানে নিউমোনিয়া প্রতিরোধে প্রয়োজনীয় করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। শীতকালে প্রয়োজনীয় পোশাক পরিধান, পুষ্টিকর খাদ্য গ্রহণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়। এছাড়া সর্দি, কাশি ও জ্বরের মতো উপসর্গ দেখা দিলে অবিলম্বে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ প্রদান করা হয়। ডা. মোজাম্মেল হক বলেন, ❝শিশু ও বয়স্কদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং শীতকালে তাদের বিশেষ যত্ন নিতে হবে।❞

র‍্যালি এবং স্বাস্থ্য সচেতনতামূলক প্রচার

আলোচনা সভা শেষে একটি র‍্যালির আয়োজন করা হয়, যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালির মাধ্যমে জনসাধারণের মধ্যে নিউমোনিয়ার ঝুঁকি এবং এর প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালানো হয়। উপস্থিত সবার মাঝে স্বাস্থ্য সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

বিশ্ব নিউমোনিয়া দিবস উদযাপনের মাধ্যমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিউমোনিয়া প্রতিরোধ ও এর সঠিক চিকিৎসা বিষয়ে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করেছে।

আনিসুর রহমান পলাশ, স্টাফ রিপোর্টারঃ সোহাগ শ্রোতাদের জন্য সুখবর! দীর্ঘদিন অপেক্ষার পর সোহাগ শ্রোতাদের জন্য আগামী ১০ই ডিসেম্বর বিকাল তিন টায় ভয়েজ …

মোজাহের ইসমাইল নাঈম. ব্যুরো চীফ নোয়াখালী: এক সময়ের চিরযৌবনা,খরস্রোতা ও ব্যস্ততম সূর্যমুখী খাল এখন যৌবন হারিয়ে অস্তিত্ব সংকটে। যেখানে বছরের অধিকাংশ সময়ই …

মোঃ রিপন হাওলাদার: ঢাকা: দশমিনা উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ ডিসেম্বর শনিবার দনিয়া পলাশপুর …

ফরিদপুর প্রতিনিধি পরিবেশ রক্ষায় যার যার জায়গা থেকে নিজে সচেতন হতে হবে অন্যথায় শুধু নিয়ম দিয়ে পরিবেশ রক্ষা বা পরিষ্কার শহর তৈরি …