
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে বিশ্ব গনতন্ত্র দিবস উপলক্ষ্যে গনতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ময়মনসিংহ বিএনপির বিভাগীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিএনপির বিভাগীয় শোভাযাত্রা ফুলবাড়িয়া উপজেলা থেকে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মামুনুর রশীদ মামুন ও বিএনপির নেতা অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলামসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিশ্ব গনতন্ত্র দিবস ও গনতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ময়মনসিংহ বিএনপির বিভাগীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির নেতা অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন,জালিম হাসিনা দেশটাকে একদলীয় শাসন কায়েম করে ছিল।একদলীয় শাসনের হাত ছাত্র জনতার আন্দোলনের ফসল তাদের ঋন কোন দিন শুধ হবার নয়।হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশ আজ স্বাধীন। বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মামুনুর রশীদ মামুন বলেন, ছাত্র-জনতার কাঙ্খিত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এই যাত্রাপথে দেশের পক্ষের শক্তিকে হয়তো আরো ত্যাগ স্বীকার করতে হবে।জালেম সরকার আমাদের নেতাকর্মীদের উপর মামলা হামলা দিয়ে হয়রানি করেছে।অবৈধ সরকারের শাসন আমলে আমরা কেউ ঘরে শুয়ে থাকতে পারি নাই।
মোঃআমিরুল ইসলাম হীরা
ময়মনসিংহ।