আন্তর্জাতিক প্রতিযোগিতায় জোড়া মেডেল জিতলেন বাংলাদেশের নাঈম হোসেন। আন্তর্জাতিক স্তরে ফ্রেন্স কিং বক্সিং এর পক্ষ থেকে, বাংলাদেশের হয়ে লড়াই করে ইন্দোনেশিয়াতে। যেখানে ৭৫ কেজি হেভি ওয়েট গ্রুপে খেলে ১৬ টি দেশের মধ্য দ্বিতীয় স্থান অধিকার করেন বাংলাদেশের নাঈম হোসেন। এই বিষয়ে নাঈম জানান।,,,,,,,,,,,,,
বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন নাঈম হোসেন। জোড়া মিডেল সিলভার পদ জয়ী নাঈম হোসেন। ঢাকার কামরাঙ্গীর চরে বাসিন্দা। ছোট থেকে বড় হয়ে ওঠা ঢাকার কামরাঙ্গীরচরেই,স্কুল শিক্ষা সেখানেই, ছোট থেকে খেলাধুলার প্রতি যথেষ্ট আগ্রহ ছিল। তাই বক্সিং ক্লাবে নিয়মিত অনুশীলন করত নাঈম হোসেন। সেখান থেকে প্রাথমিক স্তরে কোচের হাত ধরেই নিজেকে তৈরি করেন তিনি। এবার পা রাখলেন কিক বক্সিং এর জগতে। তারপর থেকেই দেশের এবং দেশের বাহিরের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, নানা পদৎ জয় করেন নাইম হোসেন। নাঈম হোসেনের বাবা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও প্রথম থেকেই ভালো ফল করতেন। খেলাধুলার প্রতি আলাদা টান রয়েছে ছোট থেকেই।এবারও গতবারের মতো জোড়া মেডেল সিলভার জিতলেন। নাইম বলেন, তার লক্ষ আগামী দিনে বাংলাদেশের হয়ে গোল জয় করবেন। সেই প্রস্তুতি এখন থেকেই শুরু করবেন বলে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।