কাজল মিয়াঃ
বিজয়ের ৫৪ বছর পূর্তি উপলক্ষে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (তারিখ) দুপুরে কালিয়াকৈর উপজেলার প্রধান সড়কগুলোতে এই র্যালী প্রদক্ষিণ করে। র্যালীপূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কালিয়াকৈর উপজেলা সভাপতি আলহাজ্ব মু. সাদেক আলী।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর জেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মু. আল-আমিন খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ইসলামী আন্দোলনের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মু. ইলিয়াস মিয়া।
আরো বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মু. আশরাফুল আলম শিকদার, উপজেলা সেক্রেটারি মুফতী মোরশেদুল আলম, উপজেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক হাফেজ হাবিবুর রহমান, উপজেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মু. সোহরাব হোসেন এবং উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মু. মেহেদী হাসান।
সভায় বক্তারা বলেন, বিজয়ের এ অর্জন শুধু একটি স্বাধীন ভূখণ্ড নয়; এটি একটি মূল্যবোধ, ত্যাগ ও সাহসিকতার প্রতীক। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার এবং সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের বিপুল উপস্থিতি ছিল। র্যালী শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।