বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বিজয়ের ৫৪ বছরে কালিয়াকৈর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বর্ণাঢ্য বিজয় র‍্যালী অনুষ্ঠিত

Logo
Desk Report 2 মঙ্গলবার, ১৭ ২০২৪, ৫:৪৩ অপরাহ্ণ

কাজল মিয়াঃ

বিজয়ের ৫৪ বছর পূর্তি উপলক্ষে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (তারিখ) দুপুরে কালিয়াকৈর উপজেলার প্রধান সড়কগুলোতে এই র‍্যালী প্রদক্ষিণ করে। র‍্যালীপূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কালিয়াকৈর উপজেলা সভাপতি আলহাজ্ব মু. সাদেক আলী।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর জেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মু. আল-আমিন খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ইসলামী আন্দোলনের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মু. ইলিয়াস মিয়া।

আরো বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মু. আশরাফুল আলম শিকদার, উপজেলা সেক্রেটারি মুফতী মোরশেদুল আলম, উপজেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক হাফেজ হাবিবুর রহমান, উপজেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মু. সোহরাব হোসেন এবং উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মু. মেহেদী হাসান।

সভায় বক্তারা বলেন, বিজয়ের এ অর্জন শুধু একটি স্বাধীন ভূখণ্ড নয়; এটি একটি মূল্যবোধ, ত্যাগ ও সাহসিকতার প্রতীক। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার এবং সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের বিপুল উপস্থিতি ছিল। র‍্যালী শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

লামা (বান্দরবান) সংবাদদাতা: বান্দরবান লামা উপজেলার ৫টি ট্রাক্টর মহেশখালীতে পুড়ে দিয়েছে, সেখানকার আধিপত্য বিস্তারকারী দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা ৫টি ট্রাক্টর পুড়েছে শুধু তাই নই; …

মোঃ কামরুজ্জামান সিনিয়র রিপোর্টার: লামা উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সুশীল সমাজ ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিদের সাথে লামায় বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময় …

দেলোয়ার হোসেন রাজধানীর সবুজবাগ এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- …

মোঃ আব্দুল হান্নান, আদমদিঘী উপজেলা, প্রতিনিধি: স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে এব; সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান এর …