
সাউকি বিপ্লব:
মিরপুর এর রায়েনখোলা ৮ নং কমিউনিটি সেন্টারে বিজয়ের পথযাত্রা ফাউন্ডেশন এর এক যুগ পূর্তি উদযাপন অনুষ্ঠানে বিজয়ের পথযাত্রা ফাউন্ডেশন এর আগামী ৩ ( তিন ) বছরের জন্য ১১ ( এগারো ) সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
সংগঠন এর কাজের এই ধারা অব্যাহত রাখতে এবং সংগঠন এর কার্যক্রম আরো বৃহত পরিসরে এগিয়ে নিতে নতুন কমিটির সকল সদস্য বদ্ধ পরিকর।
সভাপতি মো:মোস্তাকিম বিল্লাহ বিজয় নব গঠিত কমিটির পক্ষ থেকে সকলের উদ্দেশ্যে বলেন,, একটি সুন্দর সমাজ গঠনের জন্য সমাজের অবহেলিত জনগোষ্ঠীর দিকে সকলের নজর দিতে হবে এবং সমাজের বিত্তবানদের সাধ্যমত এগিয়ে আসতে হবে।