বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

বিজয়নগরে নবজাত বিক্রির চেস্টা

Logo
Desk Report 2 মঙ্গলবার, ১০ ২০২৪, ৩:৪৪ অপরাহ্ণ

সিরাজুল ইসলাম:

ব্রাক্ষণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলায় ২৪ দিনের বাচ্চা বিক্রির অভিযোগ উটেছে নেশাগ্রস্ত বাবা হানিফ মিয়ার বিরুদ্ধে।
উপজেলার চম্পকনগর বাজারে একটি ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
অভিযোক্ত হানিফ মিয়া সিঙ্গারবিল ইউনিয়ন কাশীনগর গ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে।
সে একই ইউনিয়ন খিরাতলা গ্রামের মৃত আমীর আলীর মেয়ে মোছাঃনিলুফা বেগমের সাথে প্রায় ৮ বছর আগে সামাজিক ভাবে বিবাহে আবদ্ধ হয়।
তাদের ঘরে ৭ বছরের আরেকটি কণ্যা সন্তান রয়েছে।
অভিযোক্ত হানিফ মিয়া অভিযোগ স্বীকার করে বলেন আর্থিক সমস্যার কারণে তার কণ্যা শিশুকে ২ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু দামে বনিবনা না হওয়ায় তিনি বিক্রি করেননি আমার স্ত্রীরও সম্মতি রহিয়াছে।
বাচ্চার মা নিলুফা জানান তার স্বামী বাচ্চা বিক্রি করতে চেয়েছিলেন ভাল দাম পেলে তিনি যে কোন সময় বিক্রি করে দিতে পারেন।
বাচ্চার মা আরও জানান তিনি অসুস্থ রক্ত শুন্যতায় ভুগছেন।
বাচ্চা দত্তক নিতে আসা পপি আক্তার জানান আমার বোনের ননদের জন্য বাচ্চা দত্তক নিতে গিয়েছিলাম কিন্তু বাচ্চার বাবা ২ লক্ষ টাকা চাওয়ায় আমরা বলেছি বাচ্চার মায়ের চিকিৎসা বাবদ ২০ হাজার টাকা দিব বলায় বাচ্চার বাবা আমাদের দিকে তেড়ে আসে মারবার জন্য আমরা পরে বাচ্চা না নিয়ে চলে আসি।
বাচ্চার মামা ইব্রাহীম জানান বাচ্চার বাবা একজন নেশাগ্রস্ত মানুষ সে কয়েকদিন পর পরই জেলে যায়।
সে আমার বোনকে প্রায় সময়ই মারধর করে থাকে।

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

মোজাহের ইসলাম নাঈম, ব্যুরো চীফ নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার ১৯ নং পূর্ব চরমটুয়ায় সিএনজি ড্রাইভারকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ই …

সাজেদুল হক প্রান্ত, রিপোর্টার: নরসিংদীর বেলাবতে এক অজ্ঞাত(৫৫) ব্যক্তির লাশ উদ্ধার করছে পুলিশ। আজ (বুধবার) সকালে পৌনে ১০ টায় বেলাব উপজেলার বিন্নাবাইদ …

মোঃ আব্দুল হান্নান, আদমদিঘী উপজেলা প্রতিনিধি: বগুড়ার আদমদিঘী উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ৫নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য (মেম্বার) মুক্তারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও সাধারণ …

রোকন বিশ্বাস-হৃদয় হোসেন(সদর উপজেলা)পাবনাঃ ৩৬ জুলাই সারা বাংলাদেশে লক্ষ লক্ষ ছাত্রজনতার তোপের মুখে পরতে হয়েছিলো ক্ষমতাসীন আওয়ামীলীগ দলটির। দলের নেতাকর্মীদের নিজের আধিপত্য …