বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বিএমবি বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ

Logo
Desk Report 2 রবিবার, ১৫ ২০২৪, ৬:৪২ অপরাহ্ণ

মাহবুবুর রহমান, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৫ ডিসেম্বর ২০২৪) বিভাগটির ১৮তম ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

উপ-উপাচার্য ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান ভূঞা।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মনোরম এ ক্যাম্পাসে তোমাদের স্বাগতম। জীবনের এ সময়টাই তোমাদের শ্রেষ্ঠ সময়। তোমরা শিক্ষা ও গবেষণা নিয়ে পরবর্তী সময়গুলো অতিবাহিত করবে, এটাই আমাদের চাওয়া। আমরা তোমাদের জন্য সকল সুযোগগুলোকে অবারিত করে দিতে চাই। সুতরাং যা কিছু সুন্দর, স্বচ্ছ সেটাকেই তোমরা গ্রহণ করবে। নিজেদের ক্যারিয়ার এখান থেকেই গড়ে তুলতে হবে।

উপাচার্য আরও বলেন, পড়াশুনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে তোমাদের জড়িত হতে হবে। তবেই তোমাদের মনুষ্যত্বের বিকাশ ঘটবে। আমরা চাই তোমরা নোবিপ্রবিকে বিশ্বের দরবারে তুলে ধরো। নতুনদের হাত ধরেই সৃষ্টি হবে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা, এ স্বপ্নযাত্রায় আমরা তোমাদের পাশে থাকবো। নবীনদের এ পদচারণা আনন্দময় হোক। সবাইকে ধন্যবাদ।

পরে কেক কাটা ও অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

লামা (বান্দরবান) সংবাদদাতা: বান্দরবান লামা উপজেলার ৫টি ট্রাক্টর মহেশখালীতে পুড়ে দিয়েছে, সেখানকার আধিপত্য বিস্তারকারী দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা ৫টি ট্রাক্টর পুড়েছে শুধু তাই নই; …

মোঃ কামরুজ্জামান সিনিয়র রিপোর্টার: লামা উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সুশীল সমাজ ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিদের সাথে লামায় বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময় …

দেলোয়ার হোসেন রাজধানীর সবুজবাগ এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- …

মোঃ আব্দুল হান্নান, আদমদিঘী উপজেলা, প্রতিনিধি: স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে এব; সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান এর …