চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলমের মাতা হোসনে আরা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ।
রোববার (১৮ জুন) শোক বার্তায় সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে’র) সহ-সভাপতি শহীদ উল আলমের আম্মা হোসনে আরা বেগম ১৮ জুন রোববার ভোর ৬টা ১৫ মিনিটের দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
রোববার বাদে আসর পটিয়ার বরলিয়ায় নিজ গ্রামের বাড়িতে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে ।
ADVERTISEMENT