সজল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভুইয়াকে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
অবিলম্বে বিএনপি নেতাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উত্তরার বিনস অ্যান্ড এরোমা থেকে সাদা পোশাকধারী পুলিশ কবির আহমেদ ভুইয়াকে তুলে নিয়ে গেছে বলে জানিয়েছে রিজভী।
দীর্ঘ সময় অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি স্বীকার করছে না বা তার কোনো হদিস দিচ্ছে না। তার পরিবার ও দল এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। রিজভী বলেন, তাকে সাদা পোশাকধারী পুলিশই তুলে নিয়ে গেছে। আমরা আশঙ্কা করছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কবির আহমেদ ভুইয়াকে আটকে রেখেছে অসত উদ্দেশ্যে। রিজভী অবিলম্বে কবির আহমেদ ভুইয়াকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। অন্যথায় তার কিছু হলে আইনশৃঙ্খলা বাহিনী দায়ী থাকবে বলে রিজভী মন্তব্য করেন।