
শাহরিয়ার সুমন- দেশব্যাপী বিএনপি–জামাতের অগ্নি সন্ত্রাস, পুলিশ হত্যা নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামীলীগ কর্তৃক ঘোষিতচট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তি সমাবেশ পালন করেন।
রোববার (২৯ অক্টোবর) উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব চৌধুরী ও নগরআওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, ৪২ নম্বর ওয়ার্ড কমিশনার মোরশেদ আলম উক্ত কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এর উদ্যোগে অবস্থান কর্মসূচি ও সমাবেশ পালিত হয়েছে।
শেখ ফরিদ চশমা ইউনিট আওয়ামীলীগের সভাপতি শাহীনুল আলম শাহীন।পলিটেকনিক্যাল ইউনিট আওয়ামীলীগের সাধারণসম্পাদক কামাল হোসেন, মোহাম্মদ আব্দুল মান্নান চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ইশতিয়াক চৌধুরী।
এদিকে মানবাধিকার কর্মী মোহাম্মদ কাউছারুজ্জামান বলেন ২৮ শে অক্টোবর বিএনপি জামায়াত শান্তি পূর্ণ সমাবেশের কথা বলে দেশেনৈরাজ্য সৃষ্টি করে পুলিশ এবং সাংবাদিক এর উপরে বিতর্কিতভাবে হামলা চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এদিকে চট্টগ্রামের সাংবাদিক উন্নয়ন পরিষদের সভাপতি সাংবাদিক লায়ন মাওলানা মোহাম্মদ ইউসুফ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়, ৪২নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ.তাহের, শিক্ষা বিষয়ক সম্পাদক দীনবন্ধু দাশ গুপ্ত , শ্রমিকলীগ নেতাএহসান উল্লাহ চৌধুরী হাসান, নাসিরাবাদ শিল্পাঞ্চল ইউনিট আওয়ামিলীগের সভাপতি জাফর আহমদ, পলিটেকনিক্যাল ইউনিটআওয়ামিলীগের সভাপতি মাহফুজুর রহমান বাবুল, শেখ ফরিদ চশমা ইউনিট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সহআওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।