বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

বিএনপি আবোল-তাবোল বলে, সাহস থাকলে নির্বাচনে আসুক- আইনমন্ত্রী

Logo
Shafiqul Islam মঙ্গলবার, ০২ ২০২৩, ৮:৪৮ অপরাহ্ণ

শফিকুল ইসলাম শরীফ স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া: আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের দেওয়া মামলায় আদালত বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছেন। কোনো আদালত তাকে জামিন না দিলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মহানুভবতা দেখিয়ে আইনের একটি ধারায় তার সাজা স্থগিত রেখে মুক্তি দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার

তিনি বলেন, এখন তার থাকা উচিৎ ছিল জেলখানায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় ও বর্তমান সরকারের মানবিকতার কারণে খালেদা জিয়া এখন বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

এখন তারা বলে, আমরা নাকি অমানবিক আচরণ করছি। মূলত বিএনপি মানবিক আর অমানবিকের অর্থ বুঝে না বলেই আবোল-তাবোল বলছে।

মন্ত্রী আরও বলেন, সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। তাদের সাহস থাকলে নির্বাচনে আসুক।

মঙ্গলবার (২ মে) দুপুরে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী প্রচারণার পথসভায় তিনি এসব কথা বলেন।

এর আগে মন্ত্রী মনিয়ন্দ ইউনিয়নি পরিষদ, শোনলোইঘর প্রাথমিক বিদ্যালয়ের মাঠসহ বিভিন্ন স্থানে সভা করেন। পথসভায় তিনি আগামী জাতীয় নির্বাচনে সবার কাছে নৌকা মার্কায় ভোট চান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, কসবা পৌরসভা মেয়র এমজি হাক্কানী ও মনিয়ন্দ ইউনিয়ন ভোট পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপকসহ দলীয় নেতাকর্মীরা।

ADVERTISEMENT

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকলকে …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি ফুটবল খেলার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন নাটোর সদরের চাঁদপুর গোরস্থান বাজারের গোলাম রাব্বি (২৩) নামের যুবক। …

চট্টগ্রাম ব্যুরো : আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম জেলা মানবাধিকার সংগঠকদের প্রস্তুতি সভায় বিভাগীয় প্রধান সমন্বয়ক, আলহাজ্ব মাওলানা …

শফিকুল ইসলাম শরীফ রিপোর্টার। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। জানা যায় টিকটক ভিডিও বানাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে …