
বিএনপিকে নির্বাচনে আসার আহবান কামরুলের
মোঃ নুর হোসেন
জ্বালাও পোড়াও ছেড়ে বিএনপিকে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
রবিবার (৩০ জুলাই) ঢাকা-২ আসনের অন্তর্গত কেরানীগঞ্জ,কামরাঙ্গীরচর ও সাভার একাংশের নেতাকর্মীদের অংশগ্রহণে শেখ হাসিনা সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে তৃনমুল সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। তিনি বলেন, বিএনপি আবারো জ্বালাও পোড়াও শুরু করেছে, পূর্বের মত আগুন সন্ত্রাস শুরু করেছে, বিদেশীদের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট করছে, সর্বক্ষেত্রে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যহত করছে। তারা বলছে নির্বাচন হতে দিবে না, তাদের ছাড়া নির্বাচন হবে না, আসলে কি তাদের সে শক্তি আছে যাতে তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে? বিএনপিকে বলতে চাই, প্রধানমন্ত্রী কথা দিয়েছেন দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সে নির্বাচনে বর্তমান সরকার নির্বাচন কমিশনকে সার্বিকভাবে সহায়তা করবে আর নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন শেখ হাসিনা। পরবর্তীতে যারা বিজয়ী হবে শুধু তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে এতে বিদেশীরা কোন হস্তক্ষেপ করতে পারবে না। সংবিধানের বাহিরে গিয়ে কোন নির্বাচন হবেনা।
তিনি আরও বলেন, আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন, সে নির্বাচনে বিএনপিসহ সকলকে অংশগ্রহণ করার আহবান জানান তিনি। বিএনপিকে হুশিয়ার করে তিনি বলেন, যদি নির্বাচনে না এসে নির্বাচন বানচাল করতে চেষ্টা করেন তাহলে জনগণকে সাথে নিয়ে আপনাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।
কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আমল রাজিব।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাবুদ্দিন সাহা, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর, জেলা পরিষদ সদস্য শিলারা ইসলাম, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, সহ সভাপতি বদিউল আলম,যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিল্টন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হান্নান, ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেনসহ অনেকে।