
তাহের তারেকঃ
কৃষি জমি দিনে দিনে কমে যাচ্ছে কৃষি জমি রক্ষায় সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার সকাল ১০ ঘটিকায় (২৬ ফেব্রুয়ারি) সাভারের রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকের শীতল ঘর কার্যক্রম এবং বিএআরসির তৈরি খামারি মোবাইল অ্যাপসের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন আপাতত আমরা সরকারিভাবে ১০০ শীতলঘর তৈরি করার সিদ্ধান্ত করেছি। যাতে কৃষকরা তাদের কৃষি পণ্য সংরক্ষণ করতে পারে। যাতে তারা প্রজনন অনুযায়ী পণ্য বিক্রি করে অধিকতর লাভবান হতে পারে।
তিনি আরো বলেন, সাধারনত ভোররাতে অপরাধমূলক কার্যক্রম সংঘটিত হয়ে থাকে।
চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পুলিশকে আরও সক্রিয় হতে হবে, এবং অচিরেই পুলিশসহ অন্যান্য বাহিনীতে সংখ্যা বাড়ানো হবে। বিশেষ করে শিল্প অঞ্চল এলাকাতে পুলিশ সদস্য সংখ্যা বাড়ানোর বিষয়ে আরো কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, আমি অস্বীকার করছি না যে, অঘটন ঘটতেছে না। তবে, আইনশৃঙ্খলা বাহিনী সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছে। এ সময়, আইন নিজের হাতে তুলে না নিতে ও জনগণকে সচেতন হতে আহ্বান জানান তিনি।
সারা দেশের মানুষের নিরাপত্তায় পুলিশ সহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক আছে। উপদেষ্টা বলেন, এজন্য তিনি ভোররাতে রাজধানির আইন শৃঙ্খলা দেখতে বের হয়েছিলেন। শিল্পাঞ্চল সাভার, আশুলিয়ায় অনেক শ্রমিক অসন্তোষ ছিল। এখন আর নেই।এটি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।
সাভার , আশুলিয়া ও ধামরাই পুলিশের পাশাপাশি সেনাবাহিনী সদস্যরা ও দায়িত্বগত রয়েছেন। কৃষি জমি রক্ষায় সকলকে এগিয়ে আসার কথা বলেন তিনি ।এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডঃ মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়া, মোহাম্মদ জামিউল ইসলাম, উদ্যানতত্ত্ববিদ হর্টিকালচার সেন্টার রাজালাখ, সাভার, ঢাকা এবং প্রজেক্ট ডিরেক্টর টিস্যু কালচার তালহা জুবায়ের সহ প্রমূখ।