ধারাবাহিকের প্রথম পর্ব
সবুজখান ডন (ক্রাইম রিপোর্টার)
রাজধানীর যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড হতে সদরঘাট পর্যন্ত “বাহাদুর শাহ” ব্যানারে মিনি বাস গুলো যাত্রী বহন করে। যার বেশিরভাগ চালকের নেই ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস, রুট পারমিট সহ অন্যান্য কাগজপত্র নেই বললেই চলে। যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে শুরু করে শহীদ ফারুক রোডের দুই পাশে দীর্ঘ লাইনে পার্কিং করা থাকে এসব গাড়িগুলো। এছাড়া সড়কের এক তৃতীয়াংশ জায়গা দখলে রেখেছে এরা। এতে করে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে ট্রাফিক বিভাগের কোন হস্তক্ষেপ নেই বললেই চলে। জানা গেছে দৈনিক ৭০০ থেকে ৮০০ টাকা চাঁদা দিয়ে গাড়িগুলো চলাচল করে এই রুটে। উক্ত বিষয়ে জাতীয় দৈনিক সরেজমিন বার্তার ক্রাইম রিপোর্টাররা সংবাদ সংগ্রহ করতে গেলে, বাহাদুর শাহ পরিবহন নিয়ন্ত্রক সিন্ডিকেটের কতিপয় সন্ত্রাসীরা সংবাদ সংগ্রহের কাজে বাধা প্রদান করে। এক পর্যায়ে তারা প্রতিবেদকের উপর চড়াও হয়ে হামলা চালায়, এসময় হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা ভাঙচুর করে। তাৎক্ষণিক বিষয়টি যাত্রাবাড়ী থানা ডিউটি অফিসার কে মুঠোফোন জানালে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ হাজির হয় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনা স্থল থেকে দ্রুত শটকে পড়ে হামলাকারীরা এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।