দেলোয়ার হোসেন
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অাজ( ০৭ জানুয়ারি ২০২৪)ইং তারিখ রাতে আনুমানিক র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি, ঢাকা, তেজগাঁও থানাধীন এলাকা হতে ০২ জন মাদক ব্যবসায়ী ট্রাক যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য বহন করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে টংঙ্গী এলাকার উদ্দেশ্যে রওয়ানা করবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার বিমানবন্দর থানাধীন হযরত শাহ্্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ফুটওভার ব্রিজের নীচে পাকা রাস্তার উপর হতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামীদ্বয় ১) মোঃ বাচ্চু (৩৩), পিতা- আঃ মজিদ, থানা- যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা ২) মোঃ সাগর (৩৬), পিতা- মৃত খোকন মোল্যা, থানা- হরিরামপুর, জেলা- মানিকগঞ্জ’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ১৯৮ লিটার বিদেশী মদ, ০১টি ট্রাক এবং ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য বিদেশি মদ সংগ্রহ করে ঢাকার আশপাশ এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দেওয়ার জন্য তারা বিভিন্ন সময় নানান কৌশল অবলম্বন করে থাকে। এ বারের চালানটি একটি বালি ভর্তি ট্রাকের ছদ্মবেশে পাচার করার পরিকল্পনা ছিল কিন্তু র্যাব-১ এর গোয়েন্দাদের চৌকস তৎপরতা ও অব্যাহত নজরদারির কারণে তাদের এ অপকৌশল মাঠে মারা যায়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।