শফিকুল ইসলাম শরীফ রিপোর্টার
বালু উত্তোলন নিয়ে বিরোধ নবীনগরে দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ ২
মেঘনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে নবীনগর উপজেলায় সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় দুই বালু শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। জেলা সদর হাসপাতালে তাদের পাঠানো হয়েছে। রোববার রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের সোনাবালুয়া ঘাট এলাকায় ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধরা হলেন উপজেলার ধরাভাঙ্গা গ্রামের মকবুল হোসেন ও মুক্তারামপুরের সোহেল মিয়া।
সোমবার সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এমরান হোসেন জানান, বড়িকান্দি ইউনিয়নের জাফরাবাদ মৌজা থেকে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে বালু উত্তোলনের ইজারা পেয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের মালিকানাধীন মুন্সি এন্টার প্রাইজ। তার লোকজন মেঘনা নদীর জাফরাবাদ ও নতুন চর বালু মহাল থেকে বালু উত্তোলন শুরু করে। এরপর থেকে নদীর ওই পাড়ে নরসিংদীর রায়পুরা উপজেলার তীর ঘেঁষে কিছু লোক (বালু ব্যবসায়ী) বালু উত্তোলনে বাধা ও মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে। রোববার সন্ধ্যার পর অপর পাড় থেকে সশস্ত্র দুর্বৃত্তরা ৩- ৪টি স্পিডবোটযোগে এসে বালু মহালের ক্যাশ কাউন্টারে হামলা চালায়। এ সময় বালু শ্রমিক মকবুল ও সোহেল গুলিবিদ্ধ হন।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা শাহাদাৎ হোসেন শোভন বলেন, রায়পুরা উপজেলার কিছু সন্ত্রাসী আমাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়ায় হামলা চালানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেব। রায়পুরার চরমধুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান শিকদার সরেজমিন কে জানান, তিন শতাংশ শেয়ার সূত্রে আমিও এ বালু মহালের মালিক। ঘটনাটি আমি শুনেছি। তবে কে বা কারা হামলা চালিয়েছে তা জানি না। নবীনগরের ইউএনও তানভীর ফরহাদ শামীম সরেজমিন কে বলেন, ঘটনাটি রাতেই শুনেছি। এ বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বলেন, গোলাগুলির ঘটনার পর এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।