বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বায়েজিদ বোস্তামী থানার অভিযানে আলোচিত বাবুল হত্যামামলার প্রধান আসামি গ্রেফতার

Logo
ডেস্ক রিপোর্ট মঙ্গলবার, ১০ ২০২৪, ৬:২৬ অপরাহ্ণ

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রামে বহুল আলোচিত বাবুল হত্যামামলার প্রধান আসামি নুর আলম সুমন (৩৮)-কে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। গত ০৯/১২/২০২৪ ইং ভোররাতে চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান আসামি সুমনকে খাগড়াছড়ি সদর থানাধীন খাগড়াছড়ি পৌরসভাস্থ উত্তর গঞ্জপাড়া এলাকা থেকে গ্রেফতার করে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। গ্রেফতার এড়াতে সুমন ছদ্মবেশে আশ্রয় নিয়েছিল খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে অবস্থিত দূর সম্পর্কের আত্মীয়ের বাসায়। এদিকে তাকে হন্যে হয়ে খুঁজছিলো পুলিশ। পরপর দুইবারের ব্যর্থ অভিযানের পর তৃতীয় বার মিলল সাফল্য। পরবর্তীতে আসামি নূর আলম সুমন বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। সুমন বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন সৈয়দপাড়ার বাসিন্দা।

গত ১২ সেপ্টেম্বর ২০২৪ ইং সকাল আনুমানিক ১০.০০টার সময় আসামি সুমন ভিকটিম বাবুলের দোকানের সামনে এসে দোকানের কর্মচারীদের নিকট থেকে ৩টি মোবাইল ফোন জোরপূর্বক নিয়ে নেয়। এতে ভিকটিম বাবুল আসামি সুমনকে মোবাইল ফোনগুলো দিয়ে দিতে বললে সে অকথ্য ভাষায় গালিগালাজ করে ভিকটিমকে দেখে নিবে বলে হুমকি প্রদান করে চলে যায়। ওইদিন দুপুর আনুমানিক ১২.৪৫টার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের পাশে জলদার পুল এলাকাস্থ তৈয়বের স্ক্র্যাপের দোকানের সামনে আসামি সুমন রাস্তার উপর ভিকটিম মোঃ বাবুল (৫২)-কে একা পেয়ে হাতে থাকা ধারালো ছোরা দিয়ে হত্যার উদ্দেশ্যে পেটের মাঝখানে আঘাত করে গুরুতর রক্তাক্ত কাটা-জখম করে। ভিকটিমের শোর-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ভিকটিমের মেয়ে আঁখি আক্তার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপস্থিত লোকজনের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে হাসপাতালে ভর্তি করেন। ভিকটিম মোঃ বাবুল চিকিৎসাধীন অবস্থায় গত ১৭/০৯/২৪ ইং সকাল আনুমানিক ০৬.৪০ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ বিষয়ে গত ১৭/০৯/২৪ ইং.নিহত বাবুলের ছেলে মোঃ জিসান বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করেছিলেন।
আসামি সুমনের বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে বায়েজিদ বোস্তামী থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

লামা (বান্দরবান) সংবাদদাতা: বান্দরবান লামা উপজেলার ৫টি ট্রাক্টর মহেশখালীতে পুড়ে দিয়েছে, সেখানকার আধিপত্য বিস্তারকারী দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা ৫টি ট্রাক্টর পুড়েছে শুধু তাই নই; …

মোঃ কামরুজ্জামান সিনিয়র রিপোর্টার: লামা উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সুশীল সমাজ ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিদের সাথে লামায় বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময় …

দেলোয়ার হোসেন রাজধানীর সবুজবাগ এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- …

মোঃ আব্দুল হান্নান, আদমদিঘী উপজেলা, প্রতিনিধি: স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে এব; সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান এর …