
লামা (বান্দরবান) সংবাদদাতা:
বান্দরবানের থানচি উপজেলা রেমাক্রি ইউনিয়নের ৫৭ বিজিবি’র বুলুপাড়া বিওপির অধীনে তাংখৈঝিরি নামক এলাকা মায়ানমার সীমান্তবর্তী এলাকায় ১১টি স্থানে অভিযান করে ০১ একর জমিতে পপি খেতের সন্ধান পায়।
২৮ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে ১টার মধ্যে অভিযান করে বিজিবি সদস্যরা পপি খেত ধ্বংস করে দেয়। আলীকদম ৫৭ বিজিবি’র অধিনায়কের নির্দেশনায় ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইব্রাহিমের নেতৃত্বাধীন একটি টহলদল পপি ক্ষেত ধ্বংস করেন। ধ্বংসের সময় স্থানীয় কারবারিগণ উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানাযায় ইতিপূর্বে গোপনভাবে রুমা, থানচি ও বান্দরবান এলাকার কিছু বাসিন্দা পপি বীজ বিতরন ও সংগ্রহের সাথে জড়িত ছিলো। ওই এলাকার বাকি পপি খেত পর্যায়ক্রমে ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সূত্র জানায়।