বান্দরবন প্রতিনিধি- বান্দরবন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের আন্ত হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। ১২ ফেব্রুয়ারি সোমবার প্রতিষ্ঠান প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। শান্তির প্রতীক পায়রা এবং রংবেরংয়ের বেলুন উড্ডয়নের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিএনসিসির চৌকস ক্যাডেট, অউট, গার্ল গাইডস এবং ৩টি হাউজের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে নয়নাভিরাম মার্চপাস্ট এর পর চূড়ান্ত পর্বের ইভেন্ট ১০০ মিটার দৌড়, ৪০০ মিটার রিলে এবং আমন্ত্রিত অতিথিদের অংশ গ্রহনে বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। ডিসপ্লে দলের চোখ ধাঁধানো পরিবেশনায় দর্শক মনমুগ্ধ হন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি, কমাগুর, ৬৯ পদাতিক ব্রিগেড, রিজিয়ন কমান্ডার, বান্দরবান রিজিয়ন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে: কর্নেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়া, এমফিল, এইসি। এছাড়াও পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি চ্যাম্পিয়ন হাউজ এবং রানরআপ শহীদুল্লাহ হাউজসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।