সোমবার, ডিসেম্বর ২, ২০২৪

বান্দরবানে পিসিএনপি’র ছাত্রাবাস উদ্বোধন

Logo
sorejomink2020@gmail.com বৃহস্পতিবার, ০৭ ২০২৪, ৪:৩০ অপরাহ্ণ

বান্দরবানে পিসিএনপি কর্তৃক প্রতিষ্ঠিত ‘সাঙ্গু বিলাস’ ছাত্রাবাস এর শুভ উদ্বোধন করলেন বান্দরবান রিজিয়ন ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান এএফডাব্লিউসি, পিএসসি। বৃহস্পতিবার (৭নভেম্বর) দুপুরে ছাত্রাবাস উদ্বোধন শেষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কমান্ডার বলেন, পার্বত্য বান্দরবান জেলাটি সম্প্রীতির এক অনন্য উদাহারণ। সকল জনগোষ্ঠীর সন্তানদের জন্য ‘সাঙ্গু বিলাস’ ছাত্রাবাস তার নজির স্থাপন করলো। বি:জেনারেল হাসান তাঁর বাস্তব জীবনের স্মৃতিচারণ করে বলেন, শিক্ষা প্রসারে এতাদাঞ্চলে এমন উদ্যােগ প্রয়োজন ছিলো। আধুনিক সমাজে শিক্ষা একটি অত্যান্ত গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার। শিক্ষা সমাজের উন্নতির মূল চাবিকাঠি। শিক্ষানুকুল পরিবেশ শিক্ষার্থীদের মনোযোগ ও চিন্তার ক্ষেত্র, তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে। শিক্ষিত হওয়ার ফলে তাদের মাঝে ব্যক্তিগত ও সামাজিক উন্নতির জন্য প্রেরণা সৃষ্টি করে।
শিক্ষা একটি উদ্যোগের প্রধান প্রক্রিয়া, যা সৃজনশীল যেকোন উদ্যোগের সূচনা এবং বাস্তবায়নের জন্য সঠিক নির্দেশিকা দান করে। কাজী মজিবর রহমানের এই উদ্যােগকে সেই নির্দেশিকার উপায় হিসেবে বিবেচনা করা যায়। যা শিক্ষার্থীদের শিক্ষাকে প্রভাবিত করে ও তাদের শেখার সুযোগে প্রসারতা লাভ করে প্রক্রিয়াকে আরও কার্যকরী ও আকর্ষণীয় করবে। প্রসঙ্গ টেনে ব্রিগেড কমান্ডার আরো বলেন, শিক্ষা প্রসার ও স্বাস্থ্য সেবায় বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্যাঞ্চলে কাজ করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মঞ্জুরুল আলম, বলেন,
পাহাড়ের তিন জেলার প্রতিটি উপজেলায় একটি করে এই ধরনের ছাত্রাবাস নির্মান হওয়ার দরকার। এর মধ্যদিয়ে এই অঞ্চলে শিক্ষা সুযোগের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্যের অবসান হবে। অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজিমী বলেন, জেলায় ছাত্রীনিবাসও প্রতিষ্ঠা করা প্রয়োজন। নাগরিক পরিষদ এর শিক্ষা প্রসারে বৈষম্যহীন ও দায়িত্বশীল কাজের জন্য নাগরিক পরিষদের কাজকে স্বাগত জানান তিঁনি। পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ আবুল কালাম বলেন, পার্বত্য চট্টগ্রামে শিক্ষা, নেতৃত্বের ক্ষেত্রে বেশির ভাগ বৈষম্যের শিকার বাঙালীরা। সত্য ও সুন্দরের আহ্বান রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা আমির মাওলানা আব্দুস ছালাম আজাদ বলেন, সকল দমন পীড়নের ঊর্ধ্বে উঠে জাতি ভেদ না করে, সবাই পাহাড়ের বাসিন্দা হয়ে হাতরহাত রেখে সাম্যবাদী ও ২৪’র বিপ্লবী চেতণা লালন করি। বাংলাদেশ মোজাহিদ কমিটি বান্দরবানের সভাপতি মৌলানা আবুল বশর বলেন, সবাইকে শিক্ষা বান্ধব মনোভাব নিয়ে সহযোগিতা করতে হবে। কাজী মজিবর রহমানের স্বাগতিক বক্তব্য ও সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, প্রেসক্লাব সভাপতি আমিনুল হক বাচ্চু, দুদক সভপতি অংছ মং মার্মা অব: সিনিয়র ওয়ারেন্ট অফিসার আর্মি, নাগরিক পরিষদ বান্দরবান জেলা কমিটির সেক্রেটারী মোঃ নাসির উদ্দিন, বান্দরবান সাংবাদিক ইউনিয়ন সভপতি এইচ এম সম্রাট, বুড্ডিস্ট ফেডারেশন বান্দরবান সভাপতি বাবু প্রদীপ বড়ুয়া প্রমূখ। বক্তরা বলেন, সাম্যবাদী ও জুলাই/২৪’র বিপ্লবী চেতণা লালন করতে হবে সবাইকে।

ADVERTISEMENT

মোঃ তারিকুল ইসলাম তুহিন,জেলা প্রতিনিধি,মাগুরাঃ মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ধলহরা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় এর সামনে রাস্তার সংলগ্ন সরকারি জায়গা থেকে ঐ …

সিরাজুল ইসলাম। আজ ব্রাক্ষণবাড়িয়ায় যুব ফোরাম সংগঠনের আয়োজনে ঐতিহাসিক বাবরি মসজিদ শহীদ দিবস উপলক্ষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় পৌর মুক্ত মঞ্চে। সভাপতিত্ব …

সিরাজুল ইসলামঃ আজ ব্রাহ্মণবাড়িয়ার পৌর মুক্ত মঞ্চে যুব ফোরামের উদ্যোগে ঐতিহাসিক বাবরি মসজিদ শহীদ দিবস উপলক্ষে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত …

মো: নুর ইসলাম সবুজ, লালমনিরহাট জেলা প্রতিবিধিঃ লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে তিন সাংবাদিককে লাঞ্চিত করার অভিয়োগ উঠেছে। বিনা টিকিটে ট্রেনে …