মোঃ রিপন হাওলাদার:
রাজধানীর বাড্ডা-ভাটারা থানাধীন এলাকায় হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও নাশকতা প্রতিরোধ অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতা কর্মীরা।
গত ২৮ অক্টোবর শনিবার জামাত-বিএনপির সমাবেশে সহিংস ঘটনায় ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তাদের ডাকা হরতালকে অবৈধ ঘোষণা করে সরকার দলীয় ঐতিহ্যবাহি রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ।
হরতাল চলাকালীন সময় হরতাল সমর্থকরা যাতে কোন প্রকার নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি হরতাল বিরোধী অবস্থান নেয় যুবলীগের নেতা কর্মীরা।
সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদিন বাড্ডা-ভাটারা এলাকার প্রধান সড়ক গুলো হরতাল বিরোধী শ্লোগানসহ বিক্ষোভ মিছিলের মাধ্যমে সরগরম করে রাখে তাঁরা।যে কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই এলাকায় সকল প্রকার যানবাহন চলাচল ছিলো অনেকটা স্বাভাবিক এবং ঢিলেঢালা ভাবেই শেষ হয় হরতাল।
হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর রহমান,ভাটারা থানা যুবলীগের যুগ্ম আহবায়ক ও বাড্ডা থানা যুবলীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম উজ্জ্বল ,ভাটারা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মিলন ,বাড্ডা থানা ২১ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মহারাজ ভূইয়া মেরাজ সহ আরো অন্যান্য ওয়ার্ডের নেতৃবৃন্দরা ।
অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল চলাকালীন এক সাক্ষাৎকারে ২১ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মহারাজ ভূঁইয়া বলেন,বাংলার মাটিতে নাশকতাকারী নিরীহ লোকজনের জীবন কেড়ে নেওয়া সন্ত্রাসী কার্যকলাপে জড়িত কোন দলের ঠাঁই হবে না।আর আমরা যুবলীগ কর্মীরা যুবলীগ চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিলের নির্দেশনা অনুযায়ী মাঠে রয়েছি। উত্তর যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নাশকতা সৃষ্টিকারীদের যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি। আমাদের জীবন থাকতে সাধারণ মানুষের জানমালের কোন ক্ষয়ক্ষতি হতে দেবো না।
বিক্ষোভ মিছিল ও হরতাল বিরোধী অবস্থান কর্মসূচিতে সকল পর্যায়ের যুবলীগ নেতা কর্মীরা স্বঃস্ফুর্ত ভাবে অংশ গ্রহণ করে ।