মোঃ রিপন হাওলাদার/দেলোয়ার হোসেন
রাজধানীর মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টের একটি আবাসিক ভবনে নকশা বহির্ভূতভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরি করা হচ্ছে।
স্থানীয় সূত্র বলছে পুনর্বাসন এলাকার ১৭ নং সড়কের ১২ নং প্লটের মালিক লতিফ সরকার তার ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করলেও ব্যবসায়ী চিন্তায় বিভোর হয়ে নকশা অনুযায়ী ভবনের নীচ তলায় গ্যারেজ না রেখে তা ব্যত্যয় করে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলছে।
এমন তথ্যের সত্যতা নিশ্চিত হতে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনটির নীচতলায় বেশ কয়েকটি দোকান তৈরির কাজ প্রায় শেষ হয়ে গেছে,এখন শুধু দোকানের ডেকোরেশনের কাজ শেষ হলেই দোকান গুলো চালু হয়ে যাবে।
রাজউক থেকে ভবনটি এমন করে নির্মাণের অনুমোদন তারা পেয়েছে কি না তাও নির্দিষ্ট ভাবে জানা যায়নি। বিষয়টি পরিপূর্ণ ভাবে জানার জন্য ভবন মালিক লতিফ সরকারের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত ফোনটা তার পুত্র সুমন ধরেন তার কাছে তার পিতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি অসুস্থ পরে তার কাছে বিস্তারিত জানার চেষ্টা করা হলে বলেন, আমাদের বাড়ির ৬ তলার অনুমোদন আছে।নীচ তলায় গাড়ি পার্কিং না রেখে বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্মাণের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন,অন্যরা যে ভাবে করেছে আমরাও সেভাবে করার চেষ্টা করেছি।
আবাসিক ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরির বিষয়ে রাজউক মহাখালী জোন-৪/১ এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন,রাজউক অনুমোদিত নকশার ব্যত্যয় করে যদি এমন কাজ কেউ করে তাহলে আমরা আমাদের বিধি মতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।