বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

বাড্ডার সন্ত্রাসী খ্রিস্টান জুয়েল অস্ত্রসহ গ্রেফতার

Logo
ডেস্ক রিপোর্ট বৃহস্পতিবার, ০২ ২০২৫, ১০:৩৫ অপরাহ্ণ

 

দেলোয়ার হোসেন

সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর উত্তর বাড্ডায় একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধারসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-মোঃ জুয়েল (৩৬) ও জুয়েল ওরফে খ্রিস্টান জুয়েল (৩২)।

গত বুধবার (১ জানুয়ারি ২০২৫ ) রাত ১০ ঘটিকায় উত্তর বাড্ডার খানকা শরীফ রোডের একটি বাড়ির সামনে থেকে অস্ত্র ও গুলিসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, বুধবার থানার একটি টহল টিম বিশেষ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উত্তর বাড্ডার খানকা শরীফ রোডের একটি বাড়ির সামনে দুইজন সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ১০ ঘটিকায় টহল টিমটি সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে নাইন এম.এম. এর একটি বিদেশি পিস্তল ও .২২ বোরের ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র সম্পর্কে থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র-গুলি নিজ হেফাজতে রেখে বাড্ডা এলাকাসহ আশেপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃত জুয়েল ওরফে খ্রিস্টান জুয়েলের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো দুটি মামলার তথ্য পাওয়া গেছে।

ADVERTISEMENT

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অন্যান্য সংবাদ

মোজাহের ইসলাম নাঈম, ব্যুরো চীফ নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার ১৯ নং পূর্ব চরমটুয়ায় সিএনজি ড্রাইভারকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ই …

সাজেদুল হক প্রান্ত, রিপোর্টার: নরসিংদীর বেলাবতে এক অজ্ঞাত(৫৫) ব্যক্তির লাশ উদ্ধার করছে পুলিশ। আজ (বুধবার) সকালে পৌনে ১০ টায় বেলাব উপজেলার বিন্নাবাইদ …

মোঃ আব্দুল হান্নান, আদমদিঘী উপজেলা প্রতিনিধি: বগুড়ার আদমদিঘী উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ৫নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য (মেম্বার) মুক্তারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও সাধারণ …

রোকন বিশ্বাস-হৃদয় হোসেন(সদর উপজেলা)পাবনাঃ ৩৬ জুলাই সারা বাংলাদেশে লক্ষ লক্ষ ছাত্রজনতার তোপের মুখে পরতে হয়েছিলো ক্ষমতাসীন আওয়ামীলীগ দলটির। দলের নেতাকর্মীদের নিজের আধিপত্য …