মোঃ রিপন হাওলাদার
রাজধানীর বাড্ডা থানার অন্তর্গত ঢাকা মহানগর( উত্তর )২১ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতা কর্মীরা বিএনপি জামায়াতের অবৈধ অবরোধ প্রতিরোধে সক্রিয় অবস্থান কর্মসূচি পালন করেছে।
(মঙ্গলবার ৩১ অক্টোবর) উত্তর বাড্ডা হল্যান্ড সেন্টার মার্কেটের সামনে বিএনপি জামায়েত ঘোষিত তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনের প্রতিরোধ অবস্থান পালন করেন নেতা কর্মীরা।
প্রতিরোধ অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান (ধনু) ও সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক (হীরা)।
অবস্থান কর্মসূচির বক্তব্যে ওয়ার্ড সভাপতি বলেন, বিএনপি জামায়াতের অবরোধ নৈরাজ্য প্রতিহত করতে ঢাকা -১১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম রহমাতুল্লাহ (এমপি) ও তার সূ-যোগ্য সন্তান হেদায়েত উল্লাহ রণ (সিআইপি)র নেতৃত্বে আমরা ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগ সকাল-সন্ধা রাজপথে রয়েছি। আগামী দিনেও তাদের নির্দেশনা অনুযায়ী রাজপথের সকল কর্মকান্ডে অংশগ্রহণ করে যাবো।
সাধারণ সম্পাদক তার মন্তব্যে বলেন,গত ২৮ অক্টোবর বিএনপি জামায়েত সমর্থিত নেতাকর্মীরা যে সন্ত্রাস নৈরাজ্য ও নিষ্ঠুরতম তান্ডব ঘটিয়েছে। বাংলার জনসাধারণ তাদের নিষ্ঠুরতা মেনে নিতে পারে না। তারা যে অবৈধ হরতাল অবরোধ দেয় এ দেশের জনগণ তাদের হরতাল অবরোধ সমর্থন করে না।
তাদের নৈরাজ্য মুলক অবরোধ বয়কট করে কি ভাবে যানবাহন চলাচল করছে তা বলার অপেক্ষা রাখে না।
তারপরও আমরা ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগ ঢাকা-১১ আসনের সংসদ সদস্য ও তার সূ-যোগ্য উত্তরসুরী হেদায়েত উল্লাহ (রণ) এর নেতৃত্বে মাঠে আছি সরকার বিরোধী সকল কর্মকান্ড প্রতিহত করে মানুষের জানমালের ক্ষতি সাধন থেকে রক্ষা করে যাবো।
এ সময় অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাড্ডা থানা যুবলীগের আহ্বায়ক কায়সার মাহমুদ ও ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগসহ সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।