বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪

বাড্ডায় বিএনপির পূজামণ্ডপ পরিদর্শন

Girl in a jacket
দৈনিক সরেজমিন ১২ ২০২৪, ১:১৮ অপরাহ্ণ

মোঃ রিপন হাওলাদার ঢাকার মেরুল বাড্ডায় অবস্থিত শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে অনুষ্ঠিত দুর্গাপূজায় শুভেচ্ছা বিনিময় এবং পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে সম্প্রীতির এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন ঢাকা-১১ আসনের কর্ণধার, মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম। শুক্রবার ১১ অক্টোবর সন্ধ্যায় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এই পরিদর্শনে তিনি ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে বলেন, “আমাদের সমাজে সকল ধর্মের মানুষ একসঙ্গে মিলে-মিশে চলার যে সংস্কৃতি রয়েছে, তা আমাদের অন্যতম মূল্যবান ঐতিহ্য।”   পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটে এবং সকলেই ড. কাইয়ুমের শুভেচ্ছা বক্তব্যকে অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করেন। তিনি তার বক্তব্যে আরও বলেন, “ধর্মীয় উৎসবগুলো আমাদের জাতির অখণ্ডতা ও সংহতির প্রতীক, যা আমাদের একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং বন্ধুত্বপূর্ণ হতে অনুপ্রাণিত করে।” এ সময় ড.কাইয়ুমের সঙ্গে ছিলেন বাড্ডা থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল কাদের বাবু, যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদ, যুগ্ম আহ্বায়ক বাশার (মেম্বার), ৩৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি দীপক কুমার এবং সদস্য সচিব হারুনসহ অন্যান্য বিএনপির নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দও সকলকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং মন্দির কর্তৃপক্ষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও, উপস্থিত নেতৃবৃন্দ আশ্রম এবং মন্দিরের কার্যক্রমের প্রশংসা করেন ।স্থানীয় ভক্তদের সাথে কিছু সময় অতিবাহিত করেন। পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। সরে/আর/এইচ ADVERTISEMENT