মোঃ রিপন হাওলাদার
রাজউক আওতাভুক্ত এলাকায় ইমারতের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতকরণে নির্মাণাধীন ইমারত সমূহের সম্মুখের রাস্তা ও ফুটপাতে রাখা নির্মাণ সামগ্রী অপসারণ কার্যক্রম শুরু করেছে রাজউক।
৩০ মার্চ শনিবার অপসারণ কার্যক্রমের অংশ অনুযায়ী রাজউক মহাখালী শাখার জোন-৪/১এর আওতাভুক্ত বাড্ডা এলাকায় নির্মাণ সামগ্রী অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়।এসময় বেশ কিছু নির্মাণাধীন ভবনের ফুটপাতে রাখা নির্মাণ সামগ্রী অপসারণ করতে দেখা যায়।
নির্মাণ সামগ্রী অপসারণ কার্যক্রম পরিচালনার সময় উপস্থিত ছিলেন জোন-৪ এর পরিচালক,জোন ৪ এর অথরাইজড অফিসার ,জোন ৪/১,ও জোন ৪/২, এর সহকারি অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক এবং সংশ্লিষ্ট এলাকার ইমারত পরিদর্শক গনের উপস্থিতিতে জোন ৪/১ এর আওতাধীন বড্ডা এলাকা ঘুরে এমন চিএ দেখা গিয়েছে।এ সময় এমন যত্রতত্র নির্মাণ সামগ্রী রাখা থেকে বিরত থাকার জন্য ভবন মালিকদের সচেতনতামূলক সর্তক করা হয়।
সরে/আর/এইচ