
মোঃ রিপন হাওলাদার:
রাজধানীর মেরুল বাড্ডায় পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজের রুহের মাগফিরাত ও আহত পুলিশ সদস্যদের সূস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে দায়িত্ব পালনকালে অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রাণ হারানো পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজের রুহের মাগফিরাত কামনা ও আহত পুলিশ সদস্যদের সূস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন ডিএনসিসি’র ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম।
২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে মেরুল বাড্ডার একটি রেষ্টুরেন্টের সামনে প্যান্ডেলে এ দোয়া ও বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম,বাড্ডা থানার কয়েকজন পুলিশ সদস্য, সাবেক বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম দীপু, মসজিদের কয়েকজন ইমাম।
আয়োজক কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম বলেন, জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা শহীদ আমিরুল ইসলাম পারভেজ পুলিশ বাহিনীর একজন গর্বিত সদস্য।তার জীবন ত্যাগ করে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে অবদান রেখে গেছে। আমরা তার মতো আত্মত্যাগ কারী গর্বিত পুলিশ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।
সরকার বিরোধী বিএনপি জামায়াতের নাশকতা মূলক কর্মকান্ডে যেনো আর কোন পুলিশ সদস্য এভাবে জীবন না হারায় সে জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করি।এ দেশের জনগণের নিরাপত্তায় পুলিশ সদস্য পারভেজের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।আর যারা গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের সূস্থতা কামনা করি। তাঁরা সূস্থ হয়ে জেনো আবারো তাদের স্বাভাবিক কাজে যোগ দিতে পারে। ছ একজন মৃত ব্যক্তির জন্য দোয়া ছাড়া আর কিছুই করা সম্ভব নয় সে জন্য এই আয়োজন ।